JanaBD.ComLoginSign Up

‘সিদ্ধান্ত পাল্টেছেন মেসি, দেশের হয়ে মাঠে নামবেন যে ম্যাচে’

ফুটবল দুনিয়া 5th Aug 2016 at 4:45pm 858
‘সিদ্ধান্ত পাল্টেছেন মেসি, দেশের হয়ে মাঠে নামবেন যে ম্যাচে’

দারুণ সুখবর তো বটেই। দলে ফিরতে আর্জেন্টিনার নতুন কোচ এদগার্দো বাউজার সঙ্গে আলোচনায় বসছেন দেশটির সাবেক তারকা লিওনেল মেসি। অবসর ভেঙে জাতীয় দলে ফেরার জন্য এই আলোচনায় বসা মেসির।

মাত্র কয়েকদিন আগে আর্জেন্টিনা নতুন কোচ হিসেবে পায় সাবেক দেশীয় তারকা বাউজাকে। কথা ওঠে মেসিকে দলে ফেরানোই হবে তার চ্যালেঞ্জ। মেসি ছাড়া আর্জেন্টিনা ভালো খেলতে পারছে না।

তবে এর আগে আর্জেন্টিনার ক্রীড়া দৈনিক ওলে এক রকম নিশ্চিত করেছে, সিদ্ধান্ত পাল্টে মেসি দলে ফিরছেন। শুধু তা-ই নয়, ১ সেপ্টেম্বর উরুগুয়ের বিপক্ষে বাছাই পর্বের ম্যাচেই দেখা যাবে লিওনেল মেসিকে।

এখন, টানা হারের মুথে দলটি। পরে বাউজা মেসিকে ফিরিয়ে আনার চেষ্টায়। আর আলোচনার টেবিলে বসতে রাজি হয়েছেন লিওনেল মেসি। ২০১৮ বিশ্বকাপের মিশন নিয়ে মেসিকে দলে ফেরাতে চান নতুন কোচ। চলমান অলিম্পিকে বেহাল দশা অর্জেন্টিনার। এ জন্য মেসির প্রতি আগ্রহ বাড়ছে আরও।

তথ্যসূত্রঃ এমটিনিউজ২৪

Googleplus Pint
Like - Dislike Votes 2 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)