JanaBD.ComLoginSign Up

Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "জানাবিডি ডট কম"

কী আছে হৃতিকের নতুন বাড়িতে?

বিবিধ বিনোদন 6th Aug 2016 at 10:55am 470
কী আছে হৃতিকের নতুন বাড়িতে?

সম্প্রতি মুম্বাইয়ের উপকূলে জুহু সৈকতের কাছে দুই ছেলেকে নিয়ে নতুন বাড়িতে উঠেছেন হৃতিক রোশান। বাড়ির ভেতরে ও বাহিরে কাজ করেছেন বিখ্যাত স্থপতি ও ইন্টিরিয়র ডিজাইনার আশীষ শাহ।

• জেনে নেওয়া যাক কী আছে সম্প্রতি স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হওয়া হৃতিকের নতুন ঘরে....

পুরো বাড়িটাই সাদা, নীল এবং অ্যাশের শেডে সাজানো হয়েছে। নিজের মতোই পুরো বাড়ির ইন্টিরিয়র ভীষণ 'কুল' রেখেছেন হৃতিক। ঘরে ঢুকতেই চোখে পড়বে প্রজেকশন কক্ষ। ছুটির দিনে এখানে বসেই সিনেমা দেখে সময় কাটে বলিউডের গ্রিক গডের।


বাড়ির দেওয়ালে ছড়ানো-ছিটানো কোটেশন। কোথাও সিরিয়াস, কোথাও বা মজার ফটোফ্রেমের কারিকুরি। দুই ছেলে রেহান আর রিদানের সঙ্গে নায়কের ছবির কোলাজে লুকটাই পাল্টে গিয়েছে ড্রয়িংরুমের। বেশি জাঁকজমক নেই। কিন্তু ছিমছামের মধ্যেও রুচিশীলতার ছাপ হৃতিকের ডাইনিং রুমে।

ঘরে আরও রয়েছে অবসর কাটানোর জন্য আরামদায়ক দোলনা। অফিসিয়াল মিটিংয়ের জন্য খোলামেলা লাউঞ্চ। সেখান থেকে দেখা যাবে আরব সাগর। সবুজের ছোঁয়া ঘরের ছাদে।

যেন ঘর-বাহির মিলেমিশে একাকার। শোনা যায়, 'ট্রাভেল অ্যান্ড ফ্যামিলি' এই থিমেই নতুন বাড়ি সাজাতে চেয়েছিলেন হৃতিক।

তথ্যসূত্রঃ দ্য ভোগ

Googleplus Pint
Like - Dislike Votes 6 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)