JanaBD.ComLoginSign Up

গুগল ডুডলে অলিম্পিক ২০১৬

ইন্টারনেট দুনিয়া 6th Aug 2016 at 4:58pm 275
গুগল ডুডলে অলিম্পিক ২০১৬

শুক্রবার থেকে শুরু হয়েছে বিশ্ব ক্রীড়ার সবচেয়ে বড় আসর অলিম্পিক গেইমস ২০১৬। সারা বিশ্বের ক্রীড়াপ্রেমীরা যখন এ নিয়ে উন্মাদনায় ভুগছেন, সে সময় অলিম্পিক রঙে নিজেদের রাঙিয়ে নিয়েছে গুগলও।

অলিম্পিক গেইমসের উদ্বোধনী উপলক্ষে ওয়েব জায়ান্ট গুগল তাদের নতুন 'ইন্টারঅ্যাকটিভ' ডুডলের একটি সিরিজ চালু করেছে।

"পরবর্তী কয়েক সপ্তাহ নারকেল, স্ট্রবেরি এবং তরমুজ আর ঘোড়দৌড় এবং অন্যান্য শক্তি এবং অন্যান্য কৌশলও মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে এই ডুডলের মাধ্যমে", নতুন চালু হওয়া ডুডল সম্পর্কে বলে মার্কিন প্রতিষ্ঠানটি।

অ্যান্ড্রয়েড আর আইওএস ডিভাইসে গুগল ডুডলে 'ট্যাপ' করে ব্যবহারকারীরা এসব গেইমে অংশ নিতে পারেন। ডুডলের গেইমগুলো অলিম্পিক গেইমসের গেইমগুলোরই প্রতিফলন।

এতে আছে অলিম্পিক গেইমসের চিরাচরিত ইভেন্ট যেমন- ট্র্যাক অ্যান্ড ফিল্ড, সাঁতার , এবং সাইক্লিংসহ বেশ কিছু প্রতিযোগিতা।

প্রযুক্তি সাইট সিনেটের মতে, নতুন এই 'ফ্রুট ডুডল' মানুষকে আনন্দ দেবে।

Googleplus Pint
Like - Dislike Votes 12 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)