JanaBD.ComLoginSign Up

দেখা যাবে অন্য নেইমারকে!

ফুটবল দুনিয়া 6th Aug 2016 at 9:03pm 709
দেখা যাবে অন্য নেইমারকে!

রিও অলিম্পিকের ফুটবল ইভেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচেই ঘুড়ে দাঁড়াতে চায় স্বাগতিক ব্রাজিল। আগামী ৮ আগস্ট নিজেদের দ্বিতীয় ম্যাচে ইরাকের মুখোমুখি হবে তারা। বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে ম্যাচটি। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার সাথে গোল শুন্য ড্র করে শুরুতেই হোচট খায় নেইমারের দল। ফলে দ্বিতীয় ম্যাচ দিয়েই প্রথম জয়ের স্বাদ পেতে চায় তারা। প্রথম ম্যাচে ড্র করা ইরাকও চায় জয়।

ব্রাসিলিয়াতে প্রায় ৭০’হাজার দর্শকের সামনে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামে ব্রাজিল। কিন্তু প্রিয় মাঠের দর্শকদের হতাশাই উপহার দেয় তারা। গোলের বেশক’টি সুযোগ হাতছাড়া করে স্বাগতিকরা। ফলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

তবে এমন ড্র’র পর ব্রাজিল ফুটবল দলের সমালোচনায় মেতে উঠে দেশটির মিডিয়া। একটি পত্রিকায় শিরোনাম ছিল, ‘নেইমারের উদাসীনতার কারণেই ম্যাচটি ড্র হলো।’

তবে এসব স্মৃতি ভুলে গিয়ে ইরাকের বিপক্ষে ম্যাচে ভালো খেলার প্রত্যয় ব্রাজিল কোচ রোজারিও মাইকেলের। তিনি বলেন, ‘প্রথম ম্যাচে আমাদের পরিকল্পনায় বেশ কিছু ভুল ছিলো। তবে এসব কাটিয়ে উঠতে হবে। দ্বিতীয় ম্যাচে ভালো খেলতে হবে আমাদের। জয় ছাড়া কোন কিছু ভাবছি না আমরা।’

নেইমারের বিষয়েও মুখ খুলেছেন মাইকেল। তবে তা ছিলো ইতিবাচক। মাইকেল বলেন, ‘এক ম্যাচ খারাপ হতেই পারে। তাই বলে সে শেষ হয়ে যায়নি। পরের ম্যাচে অন্যরূপে দেখা যাবে নেইমারকে। এমনটাই প্রত্যাশা।’

ব্রাজিলের মত নিজেদের প্রথম ম্যাচেও গোল শূন্য ড্র করেছে ইরাক। ডেনমার্কের সাথে ভালো খেলেও পয়েন্ট ভাগাভাগি করতে হয় দলটিকে। তবে ব্রাজিলের বিপক্ষে জয়ের হুমকিই দিয়ে রাখলেন ইরাকের কোচ আব্দুলঘানি আলগাজালি। তিনি বলেন, ‘এখানকার মানুষদের কাছ থেকে অনেক সহযোগিতা পাচ্ছি। আমাদের পরের ম্যাচ ব্রাজিলের বিপক্ষে। ম্যাচটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। স্বাগতিকদের সাথে খেলা সবসময়ই কঠিন। তবে আমাদের লক্ষ্য থাকবে জয়।’

তথ্যসূত্রঃ নয়া দিগন্ত

Googleplus Pint
Like - Dislike Votes 3 - Rating 3.3 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)