JanaBD.ComLoginSign Up

ধর্ষণমুক্ত ভারত চাই: অমিতাভ!

বিবিধ বিনোদন 10th Aug 2016 at 7:11am 273
ধর্ষণমুক্ত ভারত চাই: অমিতাভ!

আমি চাই ধর্ষণমুক্ত ভারত। আপকামিং ফিল্ম পিঙ্ক-এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে একথা বললেন অমিতাভ বচ্চন।

দেশজুড়ে ধর্ষণের ঘটনায় বিরক্ত বিগ বি বলেন, 'এ ধরনের ঘটনা দেশ হিসেবে আমাদের মাথা হেঁট করে দেয়। যা হচ্ছে, তা কখনোই হওয়া উচিত নয়। সমাজে নারীর কী অবদান, নারী আমাজের জীবনে কতটা অপরিহার্য - সে ব্যাপারে ভারতীয় হিসেবে আমাদের প্রত্যেকেরই নিজেদের শিক্ষিত করে তোলা উচিত।

আমাদের বোঝা উচিত, সমাজে পুরুষদের মতোই সমান গুরুত্বপূর্ণ নারীও। আমাদের আইনও আরও শক্তপোক্ত হওয়া উচিত।'

তাঁর ফিল্মের কথা বলতে গিয়ে বলিউডের শাহেনশা বলেন, 'অনেক সময়ই আমরা স্ত্রী লিঙ্গের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলছি।

সমাজে তাঁদের যোগ্য জায়গা ও কতটা সম্মান থাকা উচিত, তা বোঝাতে পারে শিক্ষা। আর পারে পিঙ্কের মতো ফিল্ম। আমরা এটাই করে চলেছি। এতে সময় লাগলেও, একদিন এটা নিশ্চয়ই সম্ভব হবে।'

এই ফিল্মে দীপক নামে দুঁদে আইনজীবীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বিগ বি-কে। ২.২৬ মিনিটের ট্রেলারে দেখা গেছে, কোর্টরুমে তাপসি পান্নুকে একের পর এক প্রশ্নে বিদ্ধ করছেন বৃদ্ধ আইনজীবী।

তবে, তাপসির বিরুদ্ধে অভিযোগটা ঠিক কী, তা ট্রেলারে স্পষ্ট করা হয়নি। মনে করা হচ্ছে সে খুনের ঘটনায় অভিযুক্ত।

সূত্র: এই সময়

Googleplus Pint
Noyon Khan
Manager
Like - Dislike Votes 4 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)