JanaBD.ComLoginSign Up

গুলশান হামলার আরেক মাস্টারমাইন্ড শনাক্ত

দেশের খবর 12th Aug 2016 at 2:40pm 394
গুলশান হামলার আরেক মাস্টারমাইন্ড শনাক্ত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেছেন, গুলশান হামলার ঘটনায় আরো একজনের নাম এসেছে। তিনি ওই হামলার মাস্টারমাইন্ডদের একজন। তার নাম মারজান। তার ছবিও পাওয়া গেছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।

মনিরুল ইসলাম বলেন, গুলশান হামলার সময় মারজান কল্যাণপুরের একটি বাসায় অবস্থান করছিলেন। সেখান থেকে হামলার ছবি আপলোড, বিভিন্ন জায়গায় তথ্য দেওয়ার কাজ করেছিলেন। তিনি দেশের ভেতরই আছেন। তাকে গ্রেপ্তারে গোয়েন্দারা কাজ করছে। তার ছবি বিভিন্ন গণমাধ্যমেও দেওয়া হবে।

অপর এক প্রশ্নে তিনি বলেন, তামিম চৌধুরী এবং সৈয়দ জিয়াউল হক দেশের ভেতর আছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তবে সহসাই তামিম ও জিয়াকে গ্রেপ্তার করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

হাসনাত ও তহমিদের প্রসঙ্গ তুলে মনিরুল ইসলাম বলেন, এ দুজনের রিমান্ড শনিবার শেষ হবে। এরপর প্রয়োজন হলে তদন্ত কর্মকর্তা তাদের আবার রিমান্ডে নেবেন। তারা রিমান্ডে কী তথ্য দিয়েছেন, তা সংবাদ সম্মেলন করে জানানো হবে।

তথ্যসূত্রঃ রাইজিংবিডি

Googleplus Pint
Like - Dislike Votes 11 - Rating 6.4 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)