JanaBD.ComLoginSign Up
জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..
Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "জানাবিডি ডট কম"

অক্ষয়ের ‘টয়লেট’!

সিনেমা জগৎ 12th Aug 2016 at 5:40pm 490
অক্ষয়ের ‘টয়লেট’!

১২ আগস্ট মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত সিনেমা রুস্তম। এছাড়া এ অভিনেতা এখন ব্যস্ত জলি এলএলবি সিনেমার পরবর্তী কিস্তির শুটিং নিয়ে।

শোনা যাচ্ছে, এরপর টয়লেট-এক প্রেম কথা শিরোনামের একটি সিনেমায় অভিনয় করবেন অক্ষয়। আর এ সিনেমায় তার সঙ্গে দেখা যাবে দম লাগাকে হাইশা খ্যাত অভিনেত্রী ভূমি পেডনেকারকে। ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সিনেমাটি নির্মাণ করবেন নীরাজ পাণ্ডে। এর আগে স্পেশাল ২৬, বেবি সিনেমায় একসঙ্গে কাজ করেছেন অক্ষয়-নীরাজ। কিন্তু এতোকিছু থাকতে সিনেমার নাম টয়লেট কেন? এমন প্রশ্ন অনেকের মনে। জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘স্বচ্ছ ভারত অভিযান’র উপর ভিত্তি করে সিনেমাটি নির্মাণ করা হচ্ছে।

বর্তমানে কমেডি ঘরানার এ সিনেমাটির চিত্রনাট্যের কাজ চলছে। আগামী ডিসেম্বরে সিনেমাটির শুটিং শুরু হবে। এরপর আগামী বছরের প্রথম ভাগে সিনেমাটি মুক্তি দেওয়া হবে বলেও জানা গেছে।

তথ্যসূত্রঃ কালেরকন্ঠ

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..

Googleplus Pint
Like - Dislike Votes 8 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)