JanaBD.ComLoginSign Up

Internet.Org দিয়ে ফ্রিতে ব্রাউজ করুন আমাদের সাইট :) Search করুন , "জানাবিডি ডট কম" পেয়ে যাবেন ।

অক্ষয়ের ‘টয়লেট’!

সিনেমা জগৎ 12th Aug 2016 at 5:40pm 481
অক্ষয়ের ‘টয়লেট’!

১২ আগস্ট মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত সিনেমা রুস্তম। এছাড়া এ অভিনেতা এখন ব্যস্ত জলি এলএলবি সিনেমার পরবর্তী কিস্তির শুটিং নিয়ে।

শোনা যাচ্ছে, এরপর টয়লেট-এক প্রেম কথা শিরোনামের একটি সিনেমায় অভিনয় করবেন অক্ষয়। আর এ সিনেমায় তার সঙ্গে দেখা যাবে দম লাগাকে হাইশা খ্যাত অভিনেত্রী ভূমি পেডনেকারকে। ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সিনেমাটি নির্মাণ করবেন নীরাজ পাণ্ডে। এর আগে স্পেশাল ২৬, বেবি সিনেমায় একসঙ্গে কাজ করেছেন অক্ষয়-নীরাজ। কিন্তু এতোকিছু থাকতে সিনেমার নাম টয়লেট কেন? এমন প্রশ্ন অনেকের মনে। জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘স্বচ্ছ ভারত অভিযান’র উপর ভিত্তি করে সিনেমাটি নির্মাণ করা হচ্ছে।

বর্তমানে কমেডি ঘরানার এ সিনেমাটির চিত্রনাট্যের কাজ চলছে। আগামী ডিসেম্বরে সিনেমাটির শুটিং শুরু হবে। এরপর আগামী বছরের প্রথম ভাগে সিনেমাটি মুক্তি দেওয়া হবে বলেও জানা গেছে।

তথ্যসূত্রঃ কালেরকন্ঠ

Googleplus Pint
Like - Dislike Votes 4 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)