JanaBD.ComLoginSign Up

Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "জানাবিডি ডট কম"

এক শর্তে নারী ‘বন্ড’ হবেন প্রিয়াঙ্কা

সিনেমা জগৎ 13th Aug 2016 at 2:11pm 584
এক শর্তে নারী ‘বন্ড’ হবেন প্রিয়াঙ্কা

জনপ্রিয় বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সময়ের সঙ্গে নিজেকে নিজেই ছাড়িয়ে যাচ্ছেন এ অভিনেত্রী। বলিউডের পর হলিউডেও নিজের অবস্থান শক্ত করে চলেছেন তিনি।

এবিসি চ্যানেলের ‘কোয়ান্টিকো’ টিভি সিরিজ দিয়ে যাত্রা শুরুর পর বেশ কয়েকটি হলিউড প্রজেক্টে কাজ করছেন প্রিয়াঙ্কা। সামনে আসছে তার বেওয়াচ সিনেমা। এছাড়া রিয়েলিটি শো ‘প্রজেক্ট রানওয়ে’তে দেখা যাবে তাকে।

এদিকে মাঝে গুঞ্জন উঠেছিল ‘জেমস বন্ড’ সিরিজের পরবর্তী সিনেমার জন্য অডিশন দিয়েছেন প্রিয়াঙ্কা। তবে শেষ পর্যন্ত গুঞ্জনটি মিথ্যা বলে জানা যায়। তবে প্রিয়াঙ্কা ভক্তরা ঠিকই চাইছেন নারী ‘বন্ড’ হয়ে পর্দায় হাজির হোক তাদের প্রিয় এ অভিনেত্রী। সম্প্রতি ভক্তদের এই চাওয়া প্রসঙ্গে প্রশ্ন করা হয় প্রিয়াঙ্কাকে। জবাবে তিনি জানান, এক শর্তে নারী ‘বন্ড’ হবেন, তা হলো তার নাম রাখতে হবে জেন। তাহলেই তিনি বন্ড সিনেমায় অভিনয় করবেন।

প্রিয়াঙ্কা এখন ব্যস্ত তার ‘কোয়ন্টিকো’ টিভি সিরিজের দ্বিতীয় সিজনের কাজ নিয়ে। আগামী ২৫ সেপ্টেম্বর এর সম্প্রচার শুরুর কথা রয়েছে।

তথ্যসূত্রঃ নয়া দিগন্ত

Googleplus Pint
Like - Dislike Votes 3 - Rating 6.7 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)