JanaBD.ComLoginSign Up

শুধু সিদ্ধার্থকেই চান আলিয়া

বিবিধ বিনোদন 14th Aug 2016 at 3:02pm 301
শুধু সিদ্ধার্থকেই চান আলিয়া

বলিউডে এই সময়ের সবচেয়ে আলোচিত জুটির মধ্যে অন্যতম আলিয়া ভাট এবং সিদ্ধার্থ মালহোত্রা। বিটাউনে তাদের ভালোবাসার কথা নতুন নয়। আর তারাও যেন নিজেদের প্রেমের কথা অকপটে স্বীকার করেও নিয়েছেন।

তাদের প্রেমের খবর নিয়ে বিটাউনে খবরের শিরোনামে থাকেন প্রায়ই। আর এবারও যেন তাদের সম্পর্কের কথা উঠে আসলো।

আলিয়া জানালেন, সিদ্ধার্থকেই তিনি চান সমসময়!

সম্প্রতি এক সাংবাদিক আলিয়াকে জিজ্ঞেস করেন, সুযোগ থাকলে বলিউডের কোন নায়কের সঙ্গে নতুন এক সভ্যতা শুরু করতে চাইবেন তিনি? অপশন হিসেবে রণবীর সিং, রণবীর কাপুর, সিদ্ধার্থ মালহোত্রা-সহ এক ঝাঁক নায়কের নাম। এক মুহূর্ত না ভেবে আলিয়া বলেন, ‘সি়ড।’

আলিয়া আবারো প্রমাণ করলেন সিদ্ধার্থকে নিয়ে যত জল্পনা শোনা যাক না কেন, সবসময়ই যেন তাকেই পেতে চান তিনি।
সূত্র: প্রিয়

Googleplus Pint
Like - Dislike Votes 9 - Rating 5.6 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)