JanaBD.ComLoginSign Up
জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..
Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "জানাবিডি ডট কম"

টেস্ট র‌্যাংকিংয়ে পাকিস্তানের উন্নতি

ক্রিকেট দুনিয়া 15th Aug 2016 at 1:12am 487
টেস্ট র‌্যাংকিংয়ে পাকিস্তানের উন্নতি

ইউনিস খানের ডাবল সেঞ্চুরিতে ভর করে সিরিজের শেষ টেস্টে ইংল্যান্ডেকে ১০ উইকেটে হারিয়েছে পাকিস্তান। এর ফলে চার ম্যাচের টেস্ট সিরিজ শেষ হলো ২-২ সমতায়। ইংলিশদের মাটিতে এই পারফরম্যান্সের সুবাদে টেস্ট র‌্যাংকিংয়ে তিন নাম্বারে উঠে এসেছে পাকিস্তান।

২০ ম্যাচ খেলা পাকিস্তানের নামের পাশে জমা পড়েছে ১১১ রেটিং। ইংল্যান্ডের অবস্থান চতুর্থ, তাদের সংগ্রহ ১০৮। তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। স্টিভেন স্মিথের দলের সঞ্চয় ১১৮। ভারত ১১২ রেটিং নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে।

এদিকে, বাংলাদেশ রয়েছে নবম স্থানেই। টাইগারদের পুঁজি ৫৭। সবার শেষে অর্থাৎ দশম স্থানধারী দল জিম্বাবুয়ে। তাদের ঝুলিতে জমা আছে মোটে ৮ রেটিং। নিউজিল্যান্ড (৯৯), দক্ষিণ আফ্রিকা (৯২), শ্রীলঙ্কা (৮৫) ও ওয়েস্ট ইন্ডিজের (৬৫) অবস্থান যথাক্রমে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম।

তথ্যসূত্রঃ কালের কন্ঠ

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..

Googleplus Pint
Like - Dislike Votes 7 - Rating 4.3 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)