JanaBD.ComLoginSign Up
জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..
Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "JanaBD.Com"

টাইগারই ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার-টু’র নায়ক

সিনেমা জগৎ 15th Aug 2016 at 2:10pm 363
টাইগারই ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার-টু’র নায়ক

স্টুডেন্ট অব দ্য ইয়ার সিনেমার সাফল্যের পর এর সিক্যুয়েল নির্মাণ করছেন করণ জোহর। সিনেমাটিতে কে অভিনয় করবেন তা নিয়ে এর আগে অনেক গুঞ্জন শোনা গেছে।

অবশেষে এর পরিচালক এবং অভিনেতার নাম চূড়ান্তভাবে ঘোষণা করেছেন প্রযোজক করণ।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে এক টুইট বার্তায় এ ঘোষণা দেন করণ। এক টুইটে তিনি লেখেন, ‘আনুষ্ঠানিক ঘোষণা, টাইগার শ্রফের সঙ্গে স্টুডেন্ট অব দ্য ইয়ার-টু পরিচালনা করবেন পুনিত মালহোত্রা।’

২০১২ সালে আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্রা এবং বরুন ধাওয়ানকে নিয়ে স্টুডেন্ট অব দ্য ইয়ার নির্মাণ করেছিলেন করণ জোহর। এবার তিনি টাইগার শ্রফকে বেছে নিয়েছেন। কেন্দ্রীয় চরিত্রে টাইগারের নাম ঘোষণা করা হলেও অন্যান্য চরিত্রে কারা অভিনয় করছেন তা এখনো ঠিক হয়নি।

এর আগে গুঞ্জন শোনা গিয়েছিল, অভিনেতা শহিদ কাপুরের ছোট ভাই ইশান কাট্টার এবং সাইফ আলী খানের মেয়ে সারা আলী খানকে দেখা যাবে স্টুডেন্ট অব দ্য ইয়ার-টু সিনেমায়।

তথ্যসূত্রঃ কালের কন্ঠ

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..

Googleplus Pint
Like - Dislike Votes 4 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)