JanaBD.ComLoginSign Up

শাহরুখ-আনুশকার নতুন ছবির নাম কি জানেন তা..?

সিনেমা জগৎ 15th Aug 2016 at 10:36pm 418
শাহরুখ-আনুশকার নতুন ছবির নাম কি জানেন তা..?

বিনোদন ডেস্কঃ

ইমতিয়াজ আলির পরের ছবিতে দেখা যাবে শাহরুখ খান আর আনুশকা শর্মাকে। শোনা যাচ্ছে সেই ছবির নাম নাকি ঠিক করে ফেলেছেন পরিচালক।

ছবির নাম দা রিং। এ ছাড়া ছবির অন্য একটি নামও আছে। যাকে বলে ওয়ার্কিং টাইটেল। প্রোডাকশন নম্বর ৫২। রেড চিলিজ এন্টারটেনমেন্টের সঙ্গে এটি ইমতিয়াজের ৫২ নম্বর প্রজেক্ট। তাই দা রিংকে নাকি এই নামেই ডাকা হবে।

ছবিটি একটি রোমন্টিক থ্রিলার। আনুশকার চরিত্রটি এক গুজরাটির। শাহরুখ খানের চরিত্র সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

এ বছরই রিলিজ করবে আনুশকা শর্মার অ্যায় দিল হ্যায় মুশকিল। তারপর আনুশকার হাতে ইমতিয়াজের এই ছবিটি। অন্যদিকে দুটি ছবি এখন আছে শাহরুখ খানের হাতে। একটি আনন্দ রাইয়ের ছবি। সেখানে বামনের চরিত্রে অভিনয় করছেন তিনি। অন্যটি ইমতিয়াজের এই ছবিটি। পরের বছর গোড়ার দিকে ইমতিয়াজ আলি ছবির শুটিং শুরু করতে পারেন বলে শোনা যাচ্ছে

Googleplus Pint
Like - Dislike Votes 6 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)