JanaBD.ComLoginSign Up

Internet.Org দিয়ে ফ্রিতে ব্রাউজ করুন আমাদের সাইট :) Search করুন , "জানাবিডি ডট কম" পেয়ে যাবেন ।

দেখেফেলুন অক্ষয় কুমারের অসাধারন মুভি”Rustom (2016)”

বিদেশী মুভি রিভিউ 15th Aug 2016 at 11:16pm 664
দেখেফেলুন অক্ষয় কুমারের অসাধারন মুভি”Rustom (2016)”

কাহিনী সংক্ষেপঃ ইংল্যান্ডের একটি মিশন শেষ করে নৌ-কমান্ডার রুস্তম পাভরি (অক্ষয় কুমার) নির্দিষ্ট সময়ের আগেই মুম্বাই বন্ধরে পৌছায় এবং নিজ বাসার উদ্দেশ্য রওনা হয়। পথিমধ্যে তার একমাত্র স্ত্রী সিনথিয়া পাভরির (ইলিয়ানা ডি ক্রুজ) কথা ভাবতে থাকে যে, অনেকদিন পর তার সাথে দেখা হবে। কিন্তু হায়, বাসায় ফিরে রুস্তম আবিষ্কার করে তার স্ত্রী গতদিন থেকেই বাসায় নাই! পরে খোজখবর নেওয়ার জন্য রুস্তম তার বান্ধবী প্রিতি মাখিজাকে (ঈশা গুপ্তা) ফোন দিয়েও সিনথিয়ার কোন খোজ পায়নি। এর পরেই রুস্তম আবিষ্কার করে সিনথিয়াকে কেন্দ্র করে তার বন্ধু-প্রিতির ভাই ভিক্রাম মাখিজার (অর্জুন বাওয়া) কিছু চিঠি, যা থেকে স্পট ধারণা পাওয়া যায় ভিক্রাম আর সিনথিয়ার মধ্যখানে প্রেমের সম্পর্ক আছে। তারপর রুস্তম ভিক্রামের বাংলোতে গিয়েও তাদের অন্তরঙ্গ অবস্থায় দেখতে পায় এবং দুই দিন পর যখন সিনথিয়া বাসায় ফিরে তখন রুস্তম রেগে যায়।

রাগের বশবর্তী হয়ে রুস্তম নৌ-সদরদপ্তর থেকে পিস্তল নিয়ে ভিক্রামের বাড়ি যায় তাকে মারার জন্য এবং মেরে ফেলে গুলি করে। এরপর সে নিজ থেকেই থানায় এসে পুলিশের কাছে নিজেকে সেলেন্ড্যার করে। তখন থেকেই ছবি অন্যদিকে মোড় নেয়, রুস্তম দোষ স্বীকার করলেও জনগণ থেকে সাংবাদিক-পুলিশ কন্সটেবল পর্যন্ত তার পাশে এসে দাঁড়ায়……কিন্তু কেন? রুস্তম কি আসলেই দোষী? সিনথিয়া-ভিক্রামের মধ্যেকি আদো কোন প্রেমের সম্পর্ক ছিলো? এইসব প্রশ্ন জানার জন্য আপনাকে দেখেতে হবে দারুন এই মিস্ট্রি-থ্রিলার মুভির শেষ অংশ পর্যন্ত।

মুভি ফ্যাক্টঃ রুস্তম মুভিটি ১৯ দশকের ভারতীয় নৌ-কমান্ডার কে.এম.নানাভাতি জীবনে ঘটে যাওয়া অনুরুপ কাহিনী থেকে নির্মিত!

Googleplus Pint
Like - Dislike Votes 15 - Rating 5.3 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)