JanaBD.ComLoginSign Up

Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "জানাবিডি ডট কম"

‘টিউবলাইট’ সিনেমায় সালমানের ফার্স্ট লুক প্রকাশ!

সিনেমা জগৎ 16th Aug 2016 at 2:34pm 584
‘টিউবলাইট’ সিনেমায় সালমানের ফার্স্ট লুক প্রকাশ!

বলিউড সুপারস্টার সালমান খানের ‘সুলতান’ সিনেমার সাফল্যের রেশ না কাটতেই নতুন সিনেমার কাজে শুরু করেছেন তিনি। এই মাসের শুরুর দিকে লাদাখে শুরু হয়েছে পরিচালক কবির খানের নতুন সিনেমা ‘টিউবলাইট’ ছবির শুটিং। এবার সালমানের ‘টিউবলাইট’ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ পেল।

‘এক থা টাইগার’ সিনেমা খ্যাত নির্মাতা কবির খান ইনস্টাগ্রামে তার নতুন সিনেমার এই লুক প্রকাশ করেছেন।

স্বাধীনতা দিবসে ‘টিউবলাইট’ টিমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এই ছবি পোস্ট করেন কবির খান।

‘টিউবলাইট’ ছবির প্রকাশিত প্রথম স্থিরচিত্রে শুধু সালমান খানকে দেখা গেছে। তাও পিছন থেকে। সালমানকে মিলিটারির আউটফিটে দেখা যাচ্ছে। ১৯৬২-র ইন্দো-চায়না যুদ্ধের পটভূমিকায় তৈরি হচ্ছে রোমান্টিক এ ছবিটি।ভারতীয় ছেলের সঙ্গে চীনা মেয়ের প্রেম। এই কারণে এই সিনেমার নায়িকা হিসেবে বেছে নেয়া হয়েছে চীনা অভিনেত্রী ঝু ঝুকে। ছবিতে সালমান খান অটিস্টিক সেনা কর্মীর চরিত্রে অভিনয় করছেন।

জানা গেছে, লাদাখের বিস্তীর্ণ অঞ্চলের শুটিং আপাতত শেষ করেছে ছবির টিম। কবির খান ও তার টিম এখন মুম্বাইয়ে শুট করবেন বলে শোনা গেছে। ছবির নায়িকা ঝু ঝু কবে মুম্বাইয়ে আসবেন, তা এখনও জানা যায়নি। আগামী বছর ঈদে মুক্তি পাবে সিনেমাটি।

Googleplus Pint
Noyon Khan
Manager
Like - Dislike Votes 3 - Rating 6.7 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)