JanaBD.ComLoginSign Up

বাহুবলি’র জন্য প্রভাসের দিনে ১৬ ঘণ্টা শুটিং

সিনেমা জগৎ 17th Aug 2016 at 5:03pm 430
বাহুবলি’র জন্য প্রভাসের দিনে ১৬ ঘণ্টা শুটিং

আগামী বছর এপ্রিলে মুক্তি পাবে বাহুবলি-দ্য কনক্লুশন সিনেমাটি। পূর্ব ঘোষিত তারিখে সিনেমাটি দর্শকের সামনে নিয়ে আসতে চেষ্টার কোনো ত্রুটি করছেন না এর কলাকুশলীরা।

এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেতা প্রভাস। দিনে ১৬ ঘণ্টা সিনেমাটির শুটিং করছেন তিনি। শুধু তাই নয় শুটিং শেষে নিজেকে ফিট রাখতে ব্যায়ামও চালিয়ে যাচ্ছেন নিয়মিত। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

বাহুবলি-দ্য বিগিনিং সিনেমায় সুঠাম দেহের অধিকারী প্রভাসকে দেখেছিলেন দর্শক। সিনেমায় তার চরিত্রের জন্য ২০ কেজি ওজন বাড়িয়েছিলেন তিনি। বেশকিছু অ্যাকশন দৃশ্যে দেখা গিয়েছিল তাকে। বাহুবলি-দ্য কনক্লুশন সিনেমায় প্রভাসকে আরো বেশি অ্যাকশন দৃশ্যে দেখা যাবে বলে শোনা যাচ্ছে। এ জন্যই তাকে দীর্ঘ সময় ধরে শুটিংয়ে ব্যস্ত থাকতে হচ্ছে।

সিনেমার ক্লাইমেক্স দৃশ্যের কারণে বাহুবলি-দ্য কনক্লুশন সিনেমাটি নিয়ে দর্শকের মধ্যে আগ্রহটা একটু বেশি। সিনেমাটি যারা দেখেছেন তাদের মনে একটাই প্রশ্ন, ‘কাটাপ্পা কেন বাহুবলিকে হত্যা করলেন?’ এরই মধ্যে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে সিনেমাটির স্বত্ব বিক্রি করেছেন নির্মাতারা। মুক্তির আগেই সিনেমাটি ৩৫০ কোটি তুলে নিয়েছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে চলছে বাহুবলি-টু বা বাহুবলি-দ্য কনক্লুশন’র চূড়ান্ত অংশের দৃশ্যধারণের কাজ। চলতি বছরের অক্টোবরের মধ্যে সিনেমার শুটিং শেষ হবে। এরপর শুরু হবে ভিএফএক্স’র কাজ।

এসএস রাজামৌলি পরিচালিত বাহুবলি-দ্য কনক্লুশন সিনেমাটিতে অভিনয় করছেন প্রভাস, রানা দাগ্গুবতি, তামান্না, আনুশকা শেঠী, সত্যরাজ, রামায়া কৃষ্ণা সহ অনেকে।

তথ্যসূত্রঃ কালের কন্ঠ

Googleplus Pint
Like - Dislike Votes 8 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)