JanaBD.ComLoginSign Up

যে সিনেমায় একসঙ্গে ছিলেন শাহরুখ-আমির

সিনেমা জগৎ 17th Aug 2016 at 5:05pm 394
যে সিনেমায় একসঙ্গে ছিলেন শাহরুখ-আমির

বলিউডের খান ত্রয়ী হিসেবে পরিচিত শাহরুখ, সালমান এবং আমির খান। এর মধ্যে সালমান-শাহরুখ এবং সালমান-আমিরের বন্ধুত্বের কথা প্রায়ই শোনা যায়।

অন্যদিকে শাহরুখ এবং আমিরের রেষারেষির খবর শোনা গেলেও দুজনই জানিয়ে আসছেন তারা খুব ভালো বন্ধু। কিন্তু পর্দায় তাদের একসঙ্গে দেখা যায় না বলে ভক্তরা ধরেই নেন দুজনের সম্পর্কটা খুব একটা মধুর নয়।

এর আগে শাহরুখ-সালমানকে রাকেশ রোশানের করণ অর্জুন, কে সি বোকাদিয়ার হাম তোমারে হ্যায় সানাম এবং করণ জোহরের কুচ কুচ হোতা হ্যায় সিনেমায় দেখা গেছে। অন্যদিকে সালমান ও আমিরকে দেখা গেছে- রাজ কুমার সন্তোষির জনপ্রিয় কমেডি আন্দাজ আপনা আপনা সিনেমায়।

কিন্তু যারা এতোদিন জেনে এসেছেন, শাহরুখ ও আমির খানকে কোনো সিনেমায় একসঙ্গে দেখা যায়নি। তারা ভুল তথ্য জানেন। কারণ ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত আশুতোষ গোয়াড়িকরের পেহলা নেশা সিনেমায় পর্দায় একসঙ্গে হাজির হয়েছিলেন শাহরুখ-আমির। তবে সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে ছিলেন না তারা। সিনেমাটির মূল চরিত্রে ছিলেন দীপক তিজোরি, রাহুল রায় এবং সুদেশ বেরি। এতে শাহরুখ-আমির ছাড়াও ছিলেন অভিনেতা সাইফ আলী খান।

তথ্যসূত্রঃ এবেলা

Googleplus Pint
Like - Dislike Votes 4 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)