JanaBD.ComLoginSign Up

লাশ কাটা ঘর - বিকেল চড়ুই

কষ্টের কবিতা 19th Aug 16 at 6:39pm 1,815
লাশ কাটা ঘর - বিকেল চড়ুই

লাশ কাটা ঘর

লিখেছেন - বিকেল চড়ুই

তারপর দুটি চোখ নিভে গেলে পরে
কিশোরীর ঠাঁই মেলে লাশকাটা ঘরে ।

কেউ তারে ভালোবেসে একদিন
কাছে এসে
বলেছিল , দেখে নিও চিরকাল
রবো পাশে ।

তারপর একদিন অসহ্য আলিঙ্গন
নয়নে নয়নে মেশে জলের বাঁধন

বাইরে ঝড়ের তান্ডব আর
সেই কারো চোখে ঝড় ওঠে কিছু কামনার ।

অবশেষে কিশোরীর আত্মসমর্পন
আত্মসমর্পন কারো অভিমানী হাতে
ফিরিয়ে না দেওয়ার অভিশাপে
অভিশাপ জমে সেই ঝড়ের রাতে।

অধরে অধর মুছে জলছাপ আঁকা শেষে
কারো প্রেম মিশে যায় নিঃশ্বাসে
নিঃশ্বাসে ।

কিশোরী চেয়েছিল ,চেয়েছিল দূরে রয়
একটু কাছে তবে খুব বেশি কাছে নয় ।

তারপর রাত্রির শেষ ,
চেনা ছায়া অচেনা হয়
হিংস্র ঝড়ের তান্ডব থামে ,
আর একা শালিক পড়ে রয় ।

একদিন শেষপ্রহরের বিকেলে
দুনয়নের জলের বাঁধন ছিড়ে
সেই কেউ চলে যায়
চলে যায় ধীরে ।

মায়াশালিকের আর্তনাদে চেনা আকাশে জমে
অচেনা মেঘের জলকেলী ।
আর তারওপরে পৃথিবীটা ভেসে যায় জলের হাহাকারে,
ভেসে যায় কিশোরীর খোপার বেলী ।

তারপর পটাশিয়াম সায়ানাইডে
শেষ আশ্রয় খোঁজা,
অশ্রু ধুয়ে মায়াশালিকের
চিরতরে চিরতরে চোখ দুটি মোছা।

তারপর দুটি চোখ নিভে গেলে পরে
কিশোরীর ঠাঁই মেলে লাশ কাটা ঘরে।

লাশকাটাঘরে ক্ষতবিক্ষত শালিকের ঠোঁটে
যন্ত্রণামাখা হাসি ,সে কারে যেন ডেকে ওঠে ..
কারে যেন ডেকে ওঠে ফের ভালোবেসে।
অভিমান মুছে যায় নীল বিষে।

তারপর লাশ কাটা ঘরে চেনা কারো অপেক্ষায়
জন্ম জন্মান্তর ধরে মৃত শালিকের দিন কেটে যায়।

Googleplus Pint
Like - Dislike Votes 37 - Rating 4.3 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি
হে হৃদয় - জীবনানন্দ দাশ হে হৃদয় - জীবনানন্দ দাশ
14 Jan 2018 at 12:17am 230
‘তোমার বুকের ওপাশে’ - ফয়সাল হাবিব সানি ‘তোমার বুকের ওপাশে’ - ফয়সাল হাবিব সানি
13 Jan 2018 at 12:55pm 118
অক্ষমতা - রবীন্দ্রনাথ ঠাকুর অক্ষমতা - রবীন্দ্রনাথ ঠাকুর
31st Oct 17 at 12:32am 1,355
যে আমায় - সুনীল গঙ্গোপাধ্যায় যে আমায় - সুনীল গঙ্গোপাধ্যায়
28th Sep 17 at 12:53am 1,153
তুমি চলে যাবে বলতেই - মহাদেব সাহা তুমি চলে যাবে বলতেই - মহাদেব সাহা
20th Aug 17 at 10:16am 1,908
ইচ্ছে ছিলো - হেলাল হাফিজ ইচ্ছে ছিলো - হেলাল হাফিজ
16th Aug 17 at 12:17am 1,883
মনেপড়ে - নীরেন্দ্রনাথ চক্রবর্তী মনেপড়ে - নীরেন্দ্রনাথ চক্রবর্তী
7th Jul 17 at 12:16am 1,704
ফিরে এসো - জীবনানন্দ দাশ ফিরে এসো - জীবনানন্দ দাশ
2nd Jul 17 at 11:28pm 1,716

পাঠকের মন্তব্য (0)

Recent Posts আরও দেখুন
সকাল সকাল চুনকামসকাল সকাল চুনকাম
মাতাল আর সাপের মধ্যে মিলমাতাল আর সাপের মধ্যে মিল
মিটে গেছে শুভশ্রী-মিমির দ্বন্দ্ব!মিটে গেছে শুভশ্রী-মিমির দ্বন্দ্ব!
তেলেই দূর হবে চুলের সব সমস্যাতেলেই দূর হবে চুলের সব সমস্যা
দক্ষিণ আফ্রিকায় ভারতীদের হার নিয়ে মুখ খুললেন ধোনিদক্ষিণ আফ্রিকায় ভারতীদের হার নিয়ে মুখ খুললেন ধোনি
কাল জিম্বাবুয়ের কাছে হারলেই বাদ শ্রীলঙ্কাকাল জিম্বাবুয়ের কাছে হারলেই বাদ শ্রীলঙ্কা
হুয়াওয়ের নতুন ফোনে ‘ফেস আনলক’হুয়াওয়ের নতুন ফোনে ‘ফেস আনলক’
অভিজ্ঞতা ছাড়া নভোএয়ারে কাজের সুযোগঅভিজ্ঞতা ছাড়া নভোএয়ারে কাজের সুযোগ