JanaBD.ComLoginSign Up

ইলিয়ানাকে ঠকিয়েছেন প্রেমিক

বিবিধ বিনোদন 20th Aug 2016 at 3:17pm 421
ইলিয়ানাকে ঠকিয়েছেন প্রেমিক

বলিউডে ইলিয়ানা ডি ক্রুজের ক্যারিয়ার শুরু 'বরফি' সিনেমা দিয়ে। বর্তমানে বলিউডের হটেস্ট নায়িকাদের তালিকায় খুব অল্প সময়ে নিজের জায়গা করে ফেলেছেন এই সুন্দরী।

অক্ষয় কুমারের সঙ্গে সর্বশেষ 'রুস্তম'- এ জুটি বেধেছেন তিনি। এ ছবিতে এমন এক চরিত্রে তাকে দেখা গিয়েছে যে, বিয়ের পরে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক রাখে এবং নিজের স্বামীর সঙ্গে প্রতারণা করে।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে ইলিয়ানাকে সম্পর্কে প্রতারণার বিষয়ে প্রশ্ন করা হলে নিজের জীবনের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেন।

এ অভিনেত্রী সোজাসাপটা বলেন, তার বাবা একবার তাকে বলেছিলেন যে, জীবনে এমন কোনো পুরুষ ইলিয়ানা পাবেন না, যে তার প্রতি সর্বদা বিশ্বাসী থাকবে।

তখন ইলিয়ানা বিষয়টির প্রতি ততটাও গুরুত্ব না দিলেও এখন তিনি সম্পর্কে প্রতারণার বিষয়ে খুবই বাস্তববাদী।

ইলিয়ানা জানান, যখন তিনি তার প্রাক্তন প্রেমিকের কাছে প্রতারিত হন, তখন তিনি তাকে ছেড়ে চলে যাওয়ার বদলে সম্পর্কটিকে নতুনভাবে শুরু করতে চেয়েছিলেন।

তবে এখন এ বিষয়ে তিনি কাউকে কোনো উপদেশ দিতে চান না। বরং ইলিয়ানা মনে করেন, সবকিছুই নির্ভর করে সেই ব্যক্তিটির সম্পর্কে আপনার ধারণা কী, তার ওপর।

একবার প্রতারিত হয়েও দমে যাননি এই বলি নায়িকা। বর্তমানে ইলিয়ানা অস্ট্রেলীয় ফটোগ্রাফার অ্যান্ড্রু নিবোনের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন।

তথ্যসূত্রঃ এবেলা

Googleplus Pint
Like - Dislike Votes 3 - Rating 6.7 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)