JanaBD.ComLoginSign Up

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..
Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "জানাবিডি ডট কম"

মাঠেই গড়াল না পাকিস্তান-আয়ারল্যান্ড ম্যাচ

ক্রিকেট দুনিয়া 21st Aug 2016 at 1:24am 459
মাঠেই গড়াল না পাকিস্তান-আয়ারল্যান্ড ম্যাচ

আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি রেকর্ড ২৫৫ রানে জিতে নেয় পাকিস্তান।

শারজিল খানের ঝড়ো সেঞ্চুরিতে ওই ম্যাচটি জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় সফরকারীরা।

আজ শনিবার ডাবলিনে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ মাঠে গড়ানোর কথা ছিল। কিন্তু বেরসিক বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি। ফলে এক ম্যাচ খেলেই সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান।

এই ম্যাচে আরো বিধ্বংসী হয়ে ওঠার কথা ছিল পাকিস্তানের। অন্যদিকে আয়ারল্যান্ড চেয়েছিল ঘুরে দাঁড়াতে। কিন্তু বৃষ্টির কারণে সবকিছুই ভেস্তে গেল।

২৪ আগস্ট বুধবার ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মাঠে নামবে আজহার আলীর নেতৃত্বাধীন পাকিস্তান দল। এরপর ২৭ ও ৩০ আগস্ট এবং ১ ও ৪ সেপ্টেম্বর সিরিজের বাকি চারটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। আর ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি।

তথ্যসূত্রঃ বিডিনিউজ২৪


জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..

Googleplus Pint
Like - Dislike Votes 4 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)