JanaBD.ComLoginSign Up

পাম্প থেকে পেট্রোল আনতে না পারায় ছাত্রকে পিটালেন শিক্ষক!

দেশের খবর 26th Aug 2016 at 9:55am 267
পাম্প থেকে পেট্রোল আনতে না পারায় ছাত্রকে পিটালেন শিক্ষক!

শিক্ষকের ফরমায়েশ মতো পাম্প থেকে পেট্রোল আনতে না পারায় চতুর্থ শ্রেণির এক ছাত্রকে মারধর করেছেন তার শিক্ষক। পিটুনি খেতে হয়েছে ছাত্রটির সহপাঠি ফুফাতো ভাইকেও।

ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার কালিগঞ্জে।
এ নিয়ে উপজেলা শিক্ষা অফিসে অভিযোগ করেছেন ছাত্রটির অভিভাবক। বিষয়টি নিয়ে তদন্তও শুরু হয়েছে।

মারধরের শিকার হওয়া ওই ছাত্রের নাম হাসিবুল হোসেন পলক। সে কালিগঞ্জের নারায়ণপুর গ্রামের আবদুল হান্নানের ছেলে। আহত অবস্থায় সে এখন কালিগঞ্জ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। ছাত্রটির সহপাঠি ফুপাতো ভাইয়ের নাম আল যুবায়ের রাকিব।

আব্দুল হান্নান জানান, তার ছেলে ও ভাগনে দুজনেই উত্তর কালিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুল ইসলাম মঙ্গলবার তার ছেলেকে এক লিটারের দুটি বোতল দিয়ে এক কিলোমিটার দূরে কালিগঞ্জ পেট্রোল পাম্প থেকে মোটর সাইকেলের জন্য পেট্রোল আনতে পাঠান।

বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে ছেলেটি সাইকেল চালিয়ে পাম্পে যায়। কিন্তু শিশু হওয়ায় পাম্প কর্তৃপক্ষ তাকে পেট্রোল দেয়নি। পরে সে বাজারের একটি দোকান থেকে পেট্রোল কিনে নিয়ে আসে। এতে ওই শিক্ষক প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে বুধবার তাকে মারপিট করেন। তার দেহের বিভিন্ন স্থানে কাটা ও ফোলা দাগ পড়ে যায়। এতে তার ছেলে জ্বরে আক্রান্ত হয়।

আবদুল হান্নান আরও অভিযোগ করেন, এ বিষয়ে জানতে চেয়ে শিক্ষক কামরুল ইসলামকে ফোন করলে সে ওষুধ কেনার টাকা দিতে চায়।

ওই শিক্ষক তার ভাগনে রাকিবকেও বেধড়ক মারপিট করেছেন বলে জানান তিনি।

পলকের মা পলি খাতুন জানান, বাড়িতে প্রধান শিক্ষক পরিমল কুমার ও শিক্ষক কামরুল ইসলাম এসেছিলেন।

তারা বলেছেন, ‘শনিবার ছেলেকে নিয়ে স্কুলে আসেন, একটা মিটমাট করে নেওয়া যাবে’।

এসব বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক কামরুল ইসলাম বলেন, আমার জন্য নয়, হেডস্যারের জন্য পেট্রোল আনতে পাঠানো হয়েছিল। তাছাড়া ছেলে দুটি খুবই বেয়াদবি করে। তাই মারধর করেছি। কিন্তু সেতো মিটে গেছে’।

প্রধান শিক্ষক পরিমল কুমার রায় জানান, আমি এ ব্যাপারে কিছু জানি না। তবে পেট্রোল কেনার কোনো ঘটনা নেই।

এ ব্যাপারে কালিগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মো. ফারুক হোসেন জানান, এ ঘটনার দ্রুত তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Googleplus Pint
Noyon Khan
Manager
Like - Dislike Votes 9 - Rating 7.8 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)