JanaBD.ComLoginSign Up

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..
Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "জানাবিডি ডট কম"

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে নেই আরাফাত সানি!

ক্রিকেট দুনিয়া 28th Aug 2016 at 12:03am 641
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে নেই আরাফাত সানি!

মাঝে প্রায় এক বছর সীমিত ওভারের ফরম্যাটে সাকিবের সঙ্গী হিসেবে তাকেই দেখা গেছে প্রতিনিয়ত; কিন্তু গত মার্চে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠায় মাঠের বাইরে ছিটকে পড়েছেন আরাফাত সানি।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু আরাফাত সানির আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন আগেই।

শনিবার আবার নতুন করে সে কথা বললেন, ‘আমরাও আরাফাত সানির


আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে সংশয়ে। অ্যাকশন শুধরে নিতে পারলেও নতুন অ্যাকশনে তার বলের ধার কেমন হয়, সেটাও দেখার।’

প্রধান নির্বাচকের এ কথায় আছে একটা সুস্পষ্ট ইঙ্গিত, ইংল্যান্ডের বিপক্ষে আরাফাত সানির দলে থাকার সম্ভাবনা শূন্যের কোঠায়। তবে কি ভাগ্য খুলে যাবে সোহরাওয়ার্দী শুভর? আরাফাত সানির জায়গায় এ বাঁ-হাতি স্পিনার কাম লেট অর্ডার ব্যাটসম্যানকে বিবেচনায় আনা হবে?

কিন্তু নাহ। সে সম্ভাবনাও খুব কম। নির্বাচকদের ঘনিষ্ট একটি সুত্র জানিয়েছে, নেটে সোহরাওয়ার্দী শুভর বোলিং দেখে হতাশ তারা। তাই শুভর দলে ফেরার সম্ভাবনাও গেছে উবে।

প্রধান নির্বাচকের কথা শুনে মনে হচ্ছে, আরাফাত সানির বদলে সাকিবের সাথে একজন স্পেশালিষ্ট বাঁ-হাতি অর্থোডক্স স্পিনার অন্তর্ভূক্তির কথাই ভাবা হচ্ছে। এদিকে আজ এক আনকোরা তরুন স্পেশালিষ্ট বাঁ-হাতি স্পিনারকে নেটে ডাকা হয়েছে।-জাগো নিউজ
২৭ আগস্ট,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/এএস


জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..

Googleplus Pint
Like - Dislike Votes 8 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)