JanaBD.ComLoginSign Up

বলিউডের নায়করা কত লম্বা? আর নায়িকারাই বা কত?

বিবিধ বিনোদন 28th Aug 2016 at 10:17am 986
বলিউডের নায়করা কত লম্বা? আর নায়িকারাই বা কত?

বলিউড সেলেবদের নিয়ে আগ্রহের শেষ নেই। তাঁদের ডায়েট কী, ফিটনেস মন্ত্রই বা কী। অবসর সময়ে কী করেন, কার সঙ্গে কে সম্পর্কে জড়ালেন ইত্যাদি ইত্যাদি। ইন্টারনেট এবং মিডিয়ার দৌলতে এসব এখন মোবাইল স্ক্রিনে চোখ রাখলেই জানা যায়। অনেকেই হয়তো জানেন, তবুও প্রশ্ন ওঠে বলিউডে সব থেকে লম্বা নায়িকা কে জানেন? এঁর সঙ্গে যে সব হিরোরা অভিনয় করছেন তাঁদেরই বা হাইট কত?

• কোন নায়িকার উচ্চতা কত.....

১) সুষ্মিতা সেন : এ মুহূর্তে টিনসেন টাউনে সব থেকে লম্বা সুন্দরী সুষ্মিতা সেন। হাইট ৫ ফুট সাড়ে ৯ ইঞ্চি।

২) দীপিকা পাদুকোন : এর পরেই রয়েছেন দীপিকা পাদুকোন। তিনি ৫ ফুট ৯ ইঞ্চি লম্বা।

৩) আনুশকা শর্মা : এই প্রাক্তন মডেলও হাইটের দিক থেকে কম যান না। অনুষ্কা ৫ ফুট ৯ ইঞ্চি লম্বা।

৪) ক্যাটরিনা কাইফ : বলিউডের অন্যতম তন্বীর উচ্চতা ৫ ফুট সাড়ে ৮ ইঞ্চি।

৫) বিপাশা বসু : প্রাক্তন মডেল এই বাঙালি বম্বশেলের উচ্চতা ৫ ফুট সাড়ে ৮ ইঞ্চি।

৬) শিল্পা শেট্টি : শিল্পাও বিপাশার মতে ৫ ফুট সাড়ে ৮ ইঞ্চি লম্বা।

৭) সোনম কাপুর : ফ্যাশনিস্ত হওয়ার সঙ্গে সঙ্গে এখন অভিনয়েও কামাল দেখাচ্ছেন সোনম। তাঁর উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি।

৮) তাব্বু : গ্রেসফুল এই অভিনেত্রীর উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি।

৯) সারা দত্ত : প্রাক্তন মিস ইউনিভার্স লারা-র উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি।

১০) প্রিয়াঙ্কা চোপড়া : প্রাক্তন মিস ওয়ার্ল্ড এবং আমাদের দেশি গার্ল প্রিয়াঙ্কা-র উচ্চতা ৫ ফুট সাড়ে ৭ ইঞ্চি।

১১) ঐশ্বরিয়া রাই বচ্চন : প্রাক্তন মিস ওয়ার্ল্ড এই সুন্দরীর উচ্চতা ৫ ফুট সাড়ে ৭ ইঞ্চি।

১২) কঙ্গনা রানাওয়ত : অসাধারণ এই অভিনেত্রীর উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি।

১৩) আলিয়া ভাট : পাওয়ার হাউজ এই অভিনেত্রীর উচ্চতা ৫ ফুট আড়াই ইঞ্চি।


• কোন নায়কের উচ্চতা কত.....

১) আমির খান : মিস্টার পারফেকশনিস্টের উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি।

২) অভিষেক বচ্চন : বাবার মতোই ৬ ফুট ১ ইঞ্চি উচ্চতা ছোটা বি-র।

৩) অক্ষয় কুমার : বিশেব অন্যতম ধনী এই 'খিলাড়ির' উচ্চতা ৫ ফুট ১১ ইঞ্চি।

৪) হৃত্বিক রোশন : 'গ্রিক গড' আখ্যা পাওয়া হৃত্বিকের উচ্চতা ৫ ফুট ১০ ইঞ্চি।

৫) ইরফান খান : শুধু বলিউড নয়, হলিউডেও এখন যথেষ্ট পরিচিত মুখ ইরফান। তাঁর উচ্চতা ৬ ফুট ১ ইঞ্চি।

৬) জন আব্রাহাম : প্রাক্তন মডেল জনের উচ্চতা ৬ ফুট।

৭) রণবীর কাপুর : ভার্সাটাইল এই অভিনেতার উচ্চতা ৬ ফুট।

৮) রণবীর সিং : 'বাজিরাও'-এর উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি।

৯) সাইফ আলি খান : ছোটে নবাবের উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি।

১০) সালমান খান : বলিউডের সুলতানের উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি।

১১) সঞ্জয় দত্ত : সঞ্জুবাবা-র উচ্চতা ৬ ফুট।

১২) শহিদ কাপুর : সদ্য বাবা হওয়া শাহিদের উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি।

১৩) শাহরুখ খান : বলিউডের বাদশা’র উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি।

১৪) সানি দেওল : যদিও এখন খুব বেশি সিনেমায় তাঁকে দেখা যায় না। বলিউডের অন্যতম সুপুরুষ এই হিরোর উচ্চতা ৫ ফুট ১১ ইঞ্চি।

তথ্যসূত্রঃ এই সময়

Googleplus Pint
Like - Dislike Votes 4 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)