JanaBD.ComLoginSign Up

'মুবারক' ছবিতে সোনাক্ষীর না!

সিনেমা জগৎ 29th Aug 2016 at 12:10am 299
'মুবারক' ছবিতে সোনাক্ষীর না!

আনিস বাজমির 'মুবারক' ছবিতে অর্জুন কাপুরের বিপরীতে অভিনয়ের কথা ছিল সোনাক্ষী সিনহার। কিন্তু পেশাগত কারণে এ ছবিতে কাজ করতে পারবেন নাবলে জানিয়েছেন ২৯ বছর বয়সী এ অভিনেত্রী। অথচ গুজবে শোনা যাচ্ছে ভিন্ন কিছু। এর আগে অর্জুন কাপুরের সঙ্গে 'তেভর' ছবিতে কাজ করেছিলেন সোনাক্ষী।

সে সময় অর্জুন এবং সোনাক্ষীর সম্পর্ক নিয়ে নানা কথা রটেছিল। আবারও তাদের নিয়ে কোনো কথা রটনা তৈরি হোক, এটা চান না বলেই 'মুবারক' ছবিতে অভিনয় করছেন না সোনাক্ষী। অনেকের এই মিথ্যা গুজবকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন সোনাক্ষী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ নায়িকা বলেছেন, 'মুবারক' ছবিতে আমি কাজ করছি না পেশাগত কারণে। এর পেছনে অন্য কোনো গল্প নেই। এটা সম্পূর্ণভাবেই প্রযোজক এবং আমার ব্যাপার। অনেকের স্বভাব থাকে নানা কথা বলার! সেগুলো ভুল প্রমাণ করার কোনো দায় আমার নেই।

'মুবারক' ছাড়ালেও 'দাবাং থ্রি' ছবির যে কোনো চরিত্রে অভিনয়ে তিনি আগ্রহী বলেও জানিয়েছেন।

Googleplus Pint
Noyon Khan
Manager
Like - Dislike Votes 4 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)