JanaBD.ComLoginSign Up
জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..
Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "JanaBD.Com"

পানির নিচে শতাব্দী প্রাচীন আস্ত ট্রেন

সাধারন অন্যরকম খবর 29th Aug 2016 at 7:39am 422
পানির নিচে শতাব্দী প্রাচীন আস্ত ট্রেন

সময়ের গর্ভে হারিয়ে যাওয়া অনেক প্রত্ন জিনিসের সন্ধান মিলেছে সমুদ্রের নিচে। নানা প্রাকৃতিক কারণেই মানুষের অনেক বড় বড় কীর্তি তলিয়ে যেতে পারে সমুদ্রে বা নদীতে। কিন্তু এবার যুক্তরাষ্ট্রের লেক সুপিরিয়র হ্রদের নিচে সন্ধান মিলেছে শতাব্দী প্রাচীন একটি আস্ত ট্রেনের। নিঃশব্দে বিশ্বের নজর এড়িয়ে অতি গোপনে এই হ্রদ এতদিন বহন করছিল এই ইতিহাস। খবর মেইল অনলাইনের।

গত জুলাইয়ে হ্রদের ২৩৫ ফুট জলের নিচে স্টিম ইঞ্জিনসহ কানাডিয়ান প্যাসিফিক রেলওয়ের ৬৯৪নং লোকোমোটিভ ট্রেনটির হদিস পান কয়েকজন ডুবুরি। জানা গেছে, সময়টা তখন ১৯১০ সাল। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হতে তখনও বছর চারেক বাকি। বিশ্বের বড় বড় শক্তিধর দেশ তখন আধুনিক সব মারণাস্ত্র বানাতে ব্যস্ত। ঠিক সে সময়টাতেই কানাডিয়ান প্যাসিফিক রেলওয়ের এ ট্রেনটি এক আকস্মিক দুর্ঘটনায় লাইনচ্যুত হয়ে লেক সুপিরিয়রে ডুবে যায়। কিন্তু সে সময় অনেক খোঁজাখুঁজি করেও এটির সন্ধান মেলেনি। ২০১৪ সালে একবার ডুবুরিরা ট্রেনটির খোঁজে সুপিরিয়রে নামলেও খালি হাতেই ফেরেন। অবশেষে গত বছর জিপিএএস ব্যবহার করে কয়েকজন ডুবুরি ট্রেনটির অবস্থান চিহ্নিত করতে সক্ষম হন। যদিও ট্রেনটি জলের নিচে এত বিশাল জায়গা নিয়ে পড়ে আছে, কোনো দিন সেটি তোলা সম্ভব হবে কি-না তা নিয়ে যথেষ্ট সন্দিহান প্রশাসন।

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..

Googleplus Pint
Like - Dislike Votes 9 - Rating 5.6 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)