JanaBD.ComLoginSign Up

Internet.Org দিয়ে ফ্রিতে ব্রাউজ করুন আমাদের সাইট :) Search করুন , "জানাবিডি ডট কম" পেয়ে যাবেন ।

আফগানিস্তান সিরিজে থাকবেন না তামিম!

ক্রিকেট দুনিয়া 29th Aug 2016 at 9:51pm 816
আফগানিস্তান সিরিজে থাকবেন না তামিম!

শনিবার অনুশীলনের সময় আঙুলে চোট পাওয়া বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালকে অন্তত এক মাস মাঠের বাইরে কাটাতে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ কথা জানিয়েছে।

বাংলাদেশ দলের এই বাঁ-হাতি ব্যাটসম্যানের বাঁ হাতের কনিষ্ঠ আঙুলে চিড় ধরা পড়েছে। ফলে আগামী ২৫ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওডিআই সিরিজে অংশ নিতে পারছেন না তিনি। তবে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ২৭ বছর বয়সী এই ক্রিকেট তারকা অংশ নিতে পারবেন বলে আশাবাদী স্বাগতিক বাংলাদেশ।

তিন ম্যাচের ওডিআই সিরিজ ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের। আগামী ৭ অক্টোবর শুরু হবে দ্বিপাক্ষিক সিরিজ দুটি। এক বিবৃতিতে টাইগার দলের ফিজিও বায়েজিদুল ইসলাম বলেছেন, ‘এই ধরনের ইনজুরি সারতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগতে পারে। আমাদের হাতে পর্যাপ্ত সময় রয়েছে। আশা করি চার সপ্তাহের বিশ্রামের পর তিনি (তামিম) ব্যাটিং শুরু করতে পারবেন।’

তথ্যসূত্রঃ বাসস

Googleplus Pint
Like - Dislike Votes 5 - Rating 6 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)