JanaBD.ComLoginSign Up

নিজের নগ্ন দৃশ্য নিয়ে মুখ খুললেন রাধিকা

বিবিধ বিনোদন 30th Aug 2016 at 11:57pm 323
নিজের নগ্ন দৃশ্য নিয়ে মুখ খুললেন রাধিকা

অবশেষে নিজের ফাঁস হওয়া নগ্ন দৃশ্য নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে।

তিনি বলেছেন, মানুষের সমালোচনাকে আমি ভয় পাই না। আর চুপ করে থাকলেও মানুষ বাজে মন্তব্য করবে। তাছাড়া, ওই দৃশ্যুটি একটি সিনেমার। আর সিনেমাটা বিদেশে মুক্তি পেয়েছে।

রাধিকা আরও বলেন, আমি নিজেকে আরও এক্সপ্লোর করতে চাই।

প্রসঙ্গত, সম্প্রতি বলিউড অভিনেতা অজয় দেবগান প্রযোজিত 'পার্চড' সিনেমার একটি দৃশ্য ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। ছবিতে রাধিকাকে তার সহ-অভিনেতা আদিল হোসেনের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে দেখা যায়। গত বছরও একই রকমভাবে তাঁর নগ্ন ভিডিওর একটি দৃশ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। ঠিক সেরকম ভাবেই এবারও তার এই ছবির একটি অন্তরঙ্গ দৃশ্য ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়।

সিনেমাটি আন্তর্জাতিক চলচিত্র উত্সবে সুনাম অর্জন করেছে।

ওই দৃশ্য নিয়ে রাধিকা বলেন, আমি যেটা বিশ্বাস করি সেটাই করেছি। আমি ডাবল স্ট্যান্ডার্ড হতে পারব না।

এদিকে এনিয়ে কিছুদিন আগে মুখ খুলেছিলেন আদিল হোসেন।

তিনি বলেন, ফাঁস হওয়া ভিডিওটির টাইটেল দেয়া হয়েছিল-রাধিকার নগ্ন দৃশ্য। এখানে আমার নগ্ন দৃশ্য শিরোনাম দেয়া হয়নি। এতেই বুঝা যায়, একজন মেয়ে এমন সিন করলেই সমস্যা। ছেলে করলে সমস্যা নেই।

তথ্যসূত্রঃ নয়া দিগন্ত

Googleplus Pint
Like - Dislike Votes 5 - Rating 6 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)