JanaBD.ComLoginSign Up

ফের যৌথ প্রযোজনার সিনেমায় শাকিব

সিনেমা জগৎ 31st Aug 2016 at 6:57am 592
ফের যৌথ প্রযোজনার সিনেমায় শাকিব

গত ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত ‘শিকারি’ সিনেমাটি। যৌথ প্রযোজনার এ সিনেমাটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা। এ সবই পুরানো খবর। নতুন খবর হলো-শাকিব খান আবারো যৌথ প্রযোজনার সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন।

গতকাল সোমবার জাজ মাল্টিমিডিয়ার কার্যালয়ে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের নাম ঠিক না হওয়া একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব। সিনেমাটি পরিচালনা করবেন ‘শিকারি’খ্যাত পরিচালক জয়দেব। তবে এ সিনেমায় শাকিব খানের নায়িকা শ্রাবন্তী থাকবেন কি-না তা জানানো হয়নি।

তবে ঢালিপাড়ায় গুঞ্জন উঠেছে- শাকিবের বিপরীতে অভিনয় করবেন কলকাতার শুভশ্রী। এ বিষয়ে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ বলেন, ‘শাকিবের নায়িকা কে থাকছেন তা এখনো ঠিক করিনি। নায়িকা ঠিক করে খুব শিগগিরি সবাইকে জানানো হবে।’

আগামী ২০ অক্টোবর থেকে এ সিনেমার চিত্রায়ন বাংলাদেশ, ভারত ও তুরস্কে হবে। সিনেমাটি মুক্তি পাবে ২০১৭ সালের বিশ্ব ভালোবাসা দিবসে।
তথ্যসূত্র : রাইজিং বিডি

Googleplus Pint
Like - Dislike Votes 8 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)