JanaBD.ComLoginSign Up

Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "জানাবিডি ডট কম"

'আশিকী' নায়িকা অনু আগরওয়ালের এখনকার ছবি দেখলে চিনতেই পারবেন না

বিবিধ বিনোদন 1st Sep 2016 at 10:23am 745
'আশিকী' নায়িকা অনু আগরওয়ালের এখনকার ছবি দেখলে চিনতেই পারবেন না

নব্বইয়ের দশক। ছবির নাম আশিকী। হ্যান্ডসাম নায়ক রাহুল রয়। মিষ্টি নায়িকা অনু আগরওয়াল। কুমার শানুর একের পর এক গান। মারাত্মক মিউজিক্যাল হিট। আসমুদ্রহিমাচল তখন মেতে আশিকীর গানে। মানুষের মনে এতটাই গেঁথে যায়, যার রেশ এখনও রয়েছে। নায়িকা অনু আগরওয়ালের কেরিয়ার তখন সাফল্যের তুঙ্গে। এরপরেই ঘটে যায় মারাত্মক দুর্ঘটনা। গাড়ি দুর্ধটনায় প্রচণ্ড জখম হন নায়িকা।

দীর্ঘদিন কোমায় থাকার পর প্রায় মৃত্যুর মুখ থেকেই ফিরে আসেন। যতটা সুন্দরী ছিলেন, দুর্ঘটনার পর সেই সৌন্দর্য নষ্ট হয়ে যায়। লাইমলাইট থেকে অনেক দুরে চলে যান। তাঁর এখনকার চেহারা দেখলে তাঁকে চিনতেই পারবেন না। কোথাও মিল খুঁজে পাবেন না আশিকীর সেই লাস্যময়ী নায়িকার সঙ্গে।তথ্যসূত্রঃ ২৪ ঘন্টা

Googleplus Pint
Like - Dislike Votes 4 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)