JanaBD.ComLoginSign Up

Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "জানাবিডি ডট কম"

নতুন সিনেমা নিয়ে আসছেন রজনীকান্ত

সিনেমা জগৎ 1st Sep 2016 at 1:12pm 481
নতুন সিনেমা নিয়ে আসছেন রজনীকান্ত

রজনীকান্তের কাবালি সিনেমা সফল। ব্যবসায়িক ভাবে যেমন সফল, তেমনি সুখ্যাতিও অর্জন করেছে। শোনা গিয়েছিল কাবালিই নাকি রজনীকান্তের শেষ সিনেমা। কিন্তু না। নতুন একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন রজনী।

রজনীকান্তের নতুন সিনেমাটির নাম এখনো চূড়ান্ত হয়নি। তবে এটি পরিচালনা করবেন কাবালি সিনেমার পরিচালক পি রঞ্জিত। সিনেমাটির প্রযোজক হিসেবে থাকছেন রজনীকান্তের জামাই ধানুশ।

সম্প্রতি ধানুশ তার শ্বশুরের নতুন সিনেমায় অভিনয়ের কথা জানিয়েছেন টুইটারে। শিগগিরই এই সিনেমার কাজ শুরু হবে।

তবে রজনীর জামাই ধনুশের প্রোডাকশনে এটাই রজনীকান্তের প্রথম ছবি নয়। খুব শিগগিরই বড় পর্দায় আসতে চলেছে রজনীকান্ত ও ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত সুপারহিট ছবি ‘রোবোট’এর সিকুয়েল। আর সেই ছবির প্রযোজক ধনুশ৷ ছবির নাম ২.০। এই ছবিতে খলনায়কের ভূমিকায় দেখা যাবে বলিউডের অক্ষয় কুমারকে৷

তথ্যসূত্রঃ ২৪ ঘন্টা

Googleplus Pint
Like - Dislike Votes 4 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)