JanaBD.ComLoginSign Up

সেন্সর ছাড়পত্র পেল শাকিব-বুবলির ‘শুটার’

সিনেমা জগৎ 1st Sep 2016 at 2:15pm 993
সেন্সর ছাড়পত্র পেল শাকিব-বুবলির ‘শুটার’

শাকিব খান ও নবাগত নায়িকা শবনম বুবলি অভিনীত ‘শুটার’ ছবিটি ১ সেপ্টেম্বর বিনা কর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। সিনেমাটি গতকাল সেন্সর বোর্ডে প্রর্দশিত হয়েছে। প্রিয়.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন ছবিটির প্রযোজক মো: ইকবাল।

বৃহস্পতিবার দুপুরে তিনি বলেন, ‘শুটার’ সিনেমাটি আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে। সিনেমাটির গল্পও চমৎকার। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।

এদিকে এরই মধ্যে বেশ কিছু হল বুকিং দেয়া হয়েছে। রাজু চৌধুরী পরিচালিত এ ছবিতে আরো অভিনয় করেছেন শাহরিয়াজ, সম্রাট, মিশা সওদাগর প্রমুখ।

গত মার্চে শাকিব খান 'শুটার' ছবিতে চুক্তিবদ্ধ হন। এরপর কমলাপুর রেলস্টেশন এলাকায় গত ১০ই মার্চ শুটিং শুরু করেন। অ্যাকশনধর্মী এ সিনেমার চিত্রনাট্য লিখছেন আব্দুল্লাহ জহির বাবু।

Googleplus Pint
Like - Dislike Votes 6 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)