JanaBD.ComLoginSign Up

তৈরি হতে চলেছে ‘সুলতান’ পার্ট টু!

সিনেমা জগৎ 5th Sep 2016 at 8:11am 552
তৈরি হতে চলেছে ‘সুলতান’ পার্ট টু!

বলিউডের সুপারস্টার কুস্তির আখড়ায় আবারো। তৈরি হতে চলেছে ‘সুলতান’ পার্ট টু! যদি এমনটা মনে করে থাকও, তাহলে বলব ভুল! না এখন ‘সুলতান’ সিক্যুয়ালে কোনও খবর নেই।

তাহলে! সালমান এখন ব্যস্ত বিগ-বস নিয়ে। চাঁদে
ঘুরে আপাতত তিনি পৃথিবীতে। সম্প্রতি সামনে এসেছে ‘বিগ বস’ টেন-এর দ্বিতীয় প্রোমো। যেখানে ‘সুলতান’-এর স্মৃতি আর একবার তাজা হয়ে উঠল।

তবে এই প্রোমোতে একটা পার্থক্য রয়েছে। এবার কুস্তিগির নয়, কুস্তিগিরদের মেন্টরের ভূমিকায় ধরা দিয়েছেন সুলতান। খুব তাড়াতাড়ি টিভি-র পর্দায় ফিরছে ‘বিগ বস’।

তবে এবার শুধু সেলেবই নয়, শো-তে অংশ নেবেন সাধারণ মানুষও। তাই শো-এর এবারের নাম রাখা হয়েছে ইউএসপি আম আদমি।

Googleplus Pint
Noyon Khan
Manager
Like - Dislike Votes 2 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)