JanaBD.ComLoginSign Up
জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..
Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "জানাবিডি ডট কম"

কেন সবাই প্রেমে পড়ছে এই মেয়ের?

ইন্টারনেট দুনিয়া 6th Sep 2016 at 4:06pm 715
কেন সবাই প্রেমে পড়ছে এই মেয়ের?

কখন যে সোশ্যাল মিডিয়া কাকে নিয়ে উত্তাল হয়ে ওঠে! সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মনের গতিবিধি যতদূর টের পাওয়া যাচ্ছে, তাতে মনে হচ্ছে তারা খুজে পেয়েছে তাদের নতুন হৃদয়হরণীকে। এবং উপরের ছবির এই সুন্দরীই হরণ করেছেন তাদের হৃদয়। কিন্তু কে ইনি?

নাম এঁর মোমিনা মুস্তেশান। পাকিস্তানী নাগরিক। দিন কয়েক আগে প্রখ্যাত গায়ক রাহত ফতেহ আলি খান-এর সঙ্গে তিনি উপস্থিত হয়েছিলেন কোক স্টুডিওতে। এবং রাহতের সঙ্গে তিনিও মিলিয়েছিলেন গলা। খ্যাতনামা উস্তাদের সঙ্গে গায়কীতে সমানে সমানে পাল্লা দিয়ে যান এই তরুণী গায়িকা। তাঁর পারফরম্যান্সে মু‌গ্ধ হয়ে যান সকলে।

কিন্তু সেই মুগ্ধতার মাত্রা যে ঠিক কতখানি তা টের পাওয়া যায় অনুষ্ঠানটি সম্প্রচারের দিন কয়েকের মধ্যেই। সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় ওঠে মোমিনাকে নিয়ে। দেখা যায়, তিনি মন জিতে নিয়েছেন ছোটবড় সকলেরই। কিন্তু কী এমন রয়েছে এই তরু‌ণীর মধ্যে যাতে ঘায়েল হচ্ছেন সকলে! তাঁর অনুপম গায়কী তো তাঁর বড় সম্বল বটেই।

কিন্তু সেটাই সব নয়। সেইসঙ্গে অসম্ভব সুন্দরীও তিনি। সারল্যে পরিপূর্ণ মোমিনার মু্খশ্রী। সেইসঙ্গে তাঁর চোখদু’টিতে রয়েছে অতল গভীরতা। ঠোঁটে সবসময় লেগে রয়েছে মনকাড়া হাসি। এই সবকিছুর সম্মিলনে তিনি জয় করে নিয়েছেন সকলের মন।

মোমিনা যে শুধু‌ প্রাকৃতিক সৌন্দর্য আর অনুপম কণ্ঠের অধিকারী, তাই নয়, পাশাপাশি তিনি একজন গীতিকার, ইঞ্জিনিয়ার, এবং গণিতবিদও।

এত অল্প বয়সেই যে সুনাম আর খ্যাতি অর্জন করেছেন মোমিনা তাতে তিনি লম্বা রেসের ঘোড়া বলেই মনে করা হচ্ছে। তাঁর প্রতি শুভেচ্ছা রইল আমাদেরও। -এবেলা

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..

Googleplus Pint
Like - Dislike Votes 5 - Rating 6 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)