JanaBD.ComLoginSign Up
জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..
Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "জানাবিডি ডট কম"

ফের বড় পর্দা কাঁপাতে আসছে এভাটার

সিনেমা জগৎ 8th Sep 2016 at 11:47pm 463
ফের বড় পর্দা কাঁপাতে আসছে এভাটার

জেমস ক্যামরনের সাই-ফাই ফিল্ম ‘এভাটার’ সারা বিশ্বের সিনেমাপ্রেমীদের কাছে বেশ জনপ্রিয়৷ ২০০৯ সালে রিলিজের পরে সাড়া ফেলেছিল ছবিটি৷ সমালোচক মহলেও টেকনিকালিটির জন্য বেশ প্রশংসিত হয় জেমস ক্যামারনের এই সৃষ্টি৷ এভাটার আসার পরেপরেই ভক্তদের জানিয়ে ছিলেন সিক্যুয়েলও তৈরি করবেন তিনি৷ তাই ২০০৯ এর পর থেকে সাই-ফাই সিনেমার ভক্তরা অপেক্ষায় ছিলেন কবে আবার নতুন এভাটারে ফিরবে ‘এভাটার’৷ সিনেমাপ্রেমীদের প্রতিক্ষার অবসান খানিক শেষ হল বলাই যায়৷

জেমস ক্যামেরন জানিয়ে দিলেন এভাটার ফিরছে তার দ্বিতীয় পর্ব নিয়ে৷ ২০১৭ সালেই এই ছবির প্রোডাকশনের কাজ শুরু করতে চলেছেন পরিচালক৷ ভক্তদের জন্য আপাতত তিনি সিক্যুয়েলের কাহিনী সম্পর্কে জানিয়েছেন যে এইবার গল্প এগোবে জেক ও নেয়তিরির সাংসারিক জীবন ও তাঁদের সন্তানদের নিয়ে৷ সিনেমাটি রিলিজ করবে ২০২০ সাল নাগাদ৷

অতএব ততদিন আরেকটু অপেক্ষায় থাকতে হবে এভাটারপ্রেমীদের।

তথ্যসূত্রঃ ২৪ ঘন্টা

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..

Googleplus Pint
Like - Dislike Votes 5 - Rating 6 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)