JanaBD.ComLoginSign Up

আত্মবিশ্বাসী তাসকিন-সানী

ক্রিকেট দুনিয়া 9th Sep 2016 at 9:51am 361
আত্মবিশ্বাসী তাসকিন-সানী

ব্রিসবেনে গতকাল দুজনই বোলিং অ্যাকশন বৈধতার সার্টিফিকেট পেতে পরীক্ষা দিয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে জানানো হয়েছে দুজনই নিজেদের বোলিং অ্যাকশন নিয়ে সন্তুষ্ট। ভালো ফলের প্রত্যাশায় রয়েছেন তারা।

অস্ট্রেলিয়ার ব্রিসবেনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তাসকিন আহমেদ এবং দুপুর ২টায় বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন আরাফাত সানী। পরীক্ষা দেওয়ার পর সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের ছবির সঙ্গে তাসকিন লিখেন,‘পরীক্ষা শেষ, এবার ফলের অপেক্ষা’। ফেসবুকে সানীর ছবি পাওয়া গেছে পরীক্ষার আগে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ব্যবস্থাপক সাব্বির খান জানালেন দুজনের পরীক্ষায় কোনো সমস্যা হয়নি।

‘কোচের সঙ্গে আমার কথা হয়েছে। দুজনের পরীক্ষাই ভালোভাবে হয়েছে। তাসকিনের সঙ্গেও কথা বলেছি। ও প্রথমে একটু টেনশনে থাকলেও কোনো সমস্যা হয়নি’-বলেছেন সাব্বির।

কর্মকর্তাদের সঙ্গে কথা বলে হাথুরুসিংহে বিসিবিকে জানিয়েছেন, পরীক্ষার ফল অনেক সময় ১০-১২ দিনের মধ্যে পাওয়া যায়। আগে পরীক্ষার জন্যে অপেক্ষা করেছিলেন তাসকিন-সানী। এবার ফল পেতে তাদের অপেক্ষা।

আগামী ১১ সেপ্টেম্বর দুজনের দেশে ফেরার কথা রয়েছে। কোচ হাথুরুসিংহে ১৮ সেপ্টেম্বরের আগে এসে পৌঁছবেন।

তথ্যসূত্রঃ বিডিনিউজ২৪

Googleplus Pint
Like - Dislike Votes 5 - Rating 6 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)