JanaBD.ComLoginSign Up

নিজের কাঁধে কার নাম লিখলেন অক্ষয়!

বিবিধ বিনোদন 12th Sep 2016 at 10:30pm 557
নিজের কাঁধে কার নাম লিখলেন অক্ষয়!

বেশ ফুরফুরে মেজাজে আছেন বলিউড খিলাড়ি অক্ষয় কুমার। একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়ে এখন ছুটি কাটাতে সপরিবারে ভারত ছেড়েছেন অক্ষয়। কিন্তু তাকে নিয়ে আবারও সোশ্যাল মিডিয়ায় হইচই। না, হইচইয়ের কারণ নতুন কোনো সিনেমা নয়। তিনি কাঁধে সদ্যই একটি নতুন ট্যাটু করিয়েছেন। আর সেটা নিয়েই যত মাতামাতি হচ্ছে। কারণ, ট্যাটুতে লেখা রয়েছে ‘টিনা'!


সম্প্রতি স্ত্রী টুইঙ্কেল এবং ছেলে আরাভ ও মেয়ে নিতারাকে সঙ্গে নিয়ে ছুটি কাটাতে গিয়েছেন অ্যাকশন সুপারস্টার অক্ষয় কুমার। সেখানেই তাকে খালি গায়ে সুইমিং পুলে দেখা যাচ্ছে। আর সেই ছবিতেই তার কাঁধ থেকে উঁকি দিচ্ছে নতুন এই ট্যাটুটি। এর আগেও তাকে ছেলে-মেয়ের নামে ট্যাটু করতে দেখা গিয়েছে। কিন্তু এবার ট্যাটুতে লেখা ‘টিনা'। কিন্তু কে এই টিনা?

না, এখানে কোনও সম্পর্ক ভাঙার গন্ধ নেই। লাভ বয় অক্ষয়ের জীবনে নতুন কোনো নারীরও আবির্ভাব ঘটেনি। অনেকেই হয়তো জানেন না টুইঙ্কেল খান্নার ডাকনাম ‘টিনা’। এই নামেই স্ত্রীকে ডাকেন অক্ষয়। স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করতেই এই ট্যাটু।

তথ্যসূত্রঃ অনলাইন

Googleplus Pint
Like - Dislike Votes 2 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)