JanaBD.ComLoginSign Up

বক্স অফিস মাতাচ্ছে অমিতাভের পিংক

সিনেমা জগৎ 19th Sep 2016 at 3:01pm 342
বক্স অফিস মাতাচ্ছে অমিতাভের পিংক

বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন মানেই নতুন কিছু। আর তেমনি এক চমৎকার গল্প নিয়ে আবারো বলিউডের রূপালি পর্দায় আবির্ভাব হয়েছে পিকু খ্যাত এই অভিনেতা। গুণী পরিচালক সুজিত সরকার পরিচালিত সাইক্লোজিক্যাল থ্রিলার ছবি ‘পিংক’ এখন বলিউডের বক্স অফিস মাতাচ্ছে।

ছবিটিতে একজন বাইপোলার ডিজঅর্ডার নামক একজন মানসিক রোগীর চরিত্রে দেখা যায় অমিতাভকে। যিনি পেশায় একজন উকিল এবং মামলা লড়ছেন তিনজন কর্মজীবি নারীর পক্ষে। এতোটুকুই নিয়েই এগিয়েছে ছবির মূল গল্প।

ছবিটিকে বেশ ভালোভাবেই গ্রহণ করেছে বলিউডের দর্শকরা। বক্স অফিসের জরিপ অন্তত তাই জানান দিচ্ছে। মাত্র দুদিনেই ছবিটি আয় করেছে ১২ কোটি রুপি। গতানুগতিক বাণিজ্যিক ছবি ছাড়াও জীবনমুখী ছবির কদর যে বাড়ছে বলিউডে; এই ছবিটি আবারো প্রমাণ দিলো।

ছবিটিতে অমিতাভের সাথে আরো অভিনয় করেন তাপসী পান্নু, কৃতি কুলহারি ও আন্দ্রেয়ী। গেল ১৬ সেপ্টেম্বর মুক্তি পায় ছবিটি। -জাগো নিউজ

Googleplus Pint
Mizu Ahmed
Manager
Like - Dislike Votes 4 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)