JanaBD.ComLoginSign Up

Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "জানাবিডি ডট কম"

শহিদের জন্য রণবীর শুটিং করছেন না

সিনেমা জগৎ 19th Sep 2016 at 8:21pm 458
শহিদের জন্য রণবীর শুটিং করছেন না

পদ্মাবতীর শুটিং শুরু হওয়ার কথা ছিল গত সপ্তাহে। কিন্তু শুটিং শুরু হয়নি। রণবীর সিং নাকি শুটিং শুরু করতে চাইছেন না।

শোনা গেছে, রণবীর নাকি শুটিং শুরু করার জন্য একটি শর্ত রেখেছেন। শহিদ কাপুরের চরিত্রটি যদি গেস্ট অ্যাপিয়ারেন্স হিসেবে রাখা হয়, তবেই তিনি শুটিং শুরু করবেন। সঞ্জয় লীলা বনশালি নাকি তাতে রাজি হননি। কারণ, তিনি শহিদ ও রণবীর, দুই অভিনেতার কাছ থেকে সমসংখ্যক ডেট নিয়ে ফেলেছেন। তাছাড়া রানা রতন সিং, যেই চরিত্রটি শহিদের করার কথা, চরিত্রটি প্যারালাল। অন্য চরিত্রগুলোর মতোই গুরুত্বপূর্ণ। শহিদের গেস্ট অ্যাপিয়ারেন্স হলে ছবির এসেন্সটাই নষ্ট হয়ে যাবে।

পদ্মাবতী মহিলাকেন্দ্রিক ছবি। তার উপর রণবীরের চরিত্রটি নেগেটিভ। শোনা গেছে, তবু তিনি ছবিটি করতে রাজি হয়েছেন একমাত্র দীপিকার জন্য। কিন্তু তাই বলে ক্যারিয়ারের সঙ্গে আপস করতে নারাজ তিনি। তাই নিজের দিকটা যতটা সম্ভব গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন। সেই কারণেই বনশালিকে ন্যারেশনের কথা বলেছিলেন রণবীর। আর এখন শাহিদকে গেস্ট অ্যাপিয়ারেন্স হিসেবে রাখার কথাও বলছেন।

তবে রণবীরের এই কথায় নাকি বেশ চাপেই আছেন বনশালি। তিনি নাকি দীপিকাকে বলেছেন বিষয়টি নিয়ে রণবীরের সঙ্গে কথা বলতে এবং রাজি করাতে। -কালের কন্ঠ

Googleplus Pint
Mizu Ahmed
Manager
Like - Dislike Votes 4 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)