JanaBD.ComLoginSign Up

৪০০ কোটি বছরের পাথর সন্ধান

বিজ্ঞান জগৎ 22nd Sep 2016 at 8:24am 461
৪০০ কোটি বছরের পাথর সন্ধান

পৃথিবীর আদি গঠন ও ভূমিরূপ জানতে অনেক আগে থেকেই বিভিন্ন ধরনের গবেষণা চালাচ্ছিলেন বিজ্ঞানীরা। বিভিন্ন প্রকারের পাথর, খনিজসহ নানা কিছু নিয়েই চলছিল এই গবেষণা। অবশেষে বহু অনুসন্ধানের পর কানাডার কয়েকটি জায়গায় ও অস্ট্রেলিয়ায় সবচেয়ে প্রাচীন পাথরের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। যার বয়স ৪০০ কোটি বছরেরও বেশি। বিজ্ঞানীরা জানান, বহু অনুসন্ধানের পর সম্প্রতি কানাডার নর্দান কিউবেক, উত্তর-পশ্চিমাঞ্চল ও অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলে প্রাচীন কিছু পাথরের সন্ধান পাওয়া যায়। যার মধ্যে কানাডায় পাওয়া পাথরগুলোই সবচেয়ে পুরনো। এই পাথর বিশ্লেষণের মাধ্যমে পৃথিবীর আদি ভূমিরূপ সম্পর্কে জানা সম্ভব হবে।

সম্প্রতি একটি বিজ্ঞান সাময়িকীতে এ বিষয়ে এক বিস্তারিত গবেষণাপত্র প্রকাশ করা হয়েছে। এর মুখ্য গবেষক জেসি রেইমিনক বলেন, ‘পৃথিবীতে প্রথম মহাদেশগুলো কীভাবে গঠন হয়েছিল, সম্প্রতি খুঁজে পাওয়া পাথরগুলো সে সম্পর্কে আমাদের পর্যাপ্ত তথ্য দিয়েছে। এ সম্পর্কে আমরা আরও জানতে চেষ্টা করছি।’ তিনি আরও জানান, বর্তমানে আমরা যে ধরনের পাথর দেখি এগুলো তার চেয়ে কিছুটা ভিন্ন। পাথরগুলো পরীক্ষা করে আমরা জিরকনসহ বেশ কিছু খনিজ পদার্থের সন্ধান পেয়েছি, যা পাথরগুলোর বয়স সম্পর্কে ধারণা দিয়েছে। একই সঙ্গে এর মাধ্যমে আমরা সে সময়কার অনেক ভূরাসায়নিক তথ্যও পেয়েছি। আর এসব তথ্য আমাদের গবেষণায় অনেক কাজে লাগবে।

Googleplus Pint
Like - Dislike Votes 7 - Rating 4.3 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)