JanaBD.ComLoginSign Up
জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..
Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "JanaBD.Com"

আরেকটি সাশ্রয়ী দামের ফোন উন্মোচন মাইক্রোম্যাক্সের

মোবাইল ফোন রিভিউ 25th Sep 2016 at 2:07pm 390
আরেকটি সাশ্রয়ী দামের ফোন উন্মোচন মাইক্রোম্যাক্সের

স্মার্টফোনের দুনিয়ায় মাইক্রোম্যাক্স ক্যানভাস ৫ সিরিজের প্রতিটি মডেলই ক্রেতাদের মন জয় করেছে। সেই অনুপ্রেরণায় এই সিরিজেরই আরও একটি ফোন বাজারে আনল ভারতীয় স্মার্টফোন নির্মাতা কোম্পানিটি, যার নাম 'মাইক্রোম্যাক্স ক্যানভাস ৫ লাইট'। এর দাম মধ্যবিত্তের নাগালে থাকবে বলে স্মার্টফোনটি জনপ্রিয়তা পাবে, দাবি প্রস্তুতকারকদের।

অ্যান্ড্রয়েড ৫.১-এর ললিপপ ভার্সনের ডুয়াল সিম ফোনটিতে ফোরজি এলটিই সাপোর্ট করবে। অর্থাৎ এতে অনায়াসেই ফোরজি সিম ব্যবহার করতে পারবেন।

এর পাঁচ ইঞ্চির ফুল এইচডি স্ক্রিনটি আইপিএস ডিসপ্লে হওয়ায় এতে ভিডিও দেখার অভিজ্ঞতা হবে আরও মজাদার।

২জিবি র‍্যাম বিশিষ্ট এই মডেলটির ক্যামেরাও মন্দ নয়। রিয়ার ক্যামেরা ৮ মেগাপিক্সেল ও সেলফি তোলার জন্য রয়েছে ৫ মেগাপিক্সেল-যুক্ত ফ্রন্ট ক্যামেরা।

এবার জেনে নেওয়া যাক ১৬জিবি ইন্টারনাল মেমোরি বিশিষ্ট স্মার্টফোনটির ব্যাটারি কেমন? ২০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি যুক্ত এই ফোনে। এতে একবার চার্জ করলে ১৫০ ঘণ্টা চলবে ডিভাইসটি। পাশাপাশি সাড়ে চার ঘণ্টা কথাও বলা যাবে।

এছাড়া ওয়াই-ফাই, জিপিএস, ব্লুটুথ, এফএম রেডিওর মতো সাধারণ ফিচারগুলো তো রয়েছেই।

ভারতের বাজারে ফোনটি পাওয়া যাবে ৬ হাজার ৪৯৯ রুপিতে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ হাজার ৬০০ টাকা।

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..

Googleplus Pint
Like - Dislike Votes 3 - Rating 6.7 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)