JanaBD.ComLoginSign Up

‘ভেবেছিলাম অন্তরঙ্গ দৃশ্যে অসুবিধা হবে’

বিবিধ বিনোদন 27th Sep 2016 at 2:05am 518
‘ভেবেছিলাম অন্তরঙ্গ দৃশ্যে অসুবিধা হবে’

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। কলকাতার অনেক জনপ্রিয় চিত্রনায়কের সঙ্গে জুটিবদ্ধ হয়ে পর্দায় হাজির হয়েছেন তিনি।

আসছে পূজায় মুক্তি পেতে যাচ্ছে মিমি অভিনীত ‘গ্যাংস্টার’ শিরোনামের সিনেমাটি। এতে নবাগত চিত্রনায়ক যশের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি।

সিনেমার মুক্তিকে সামনে রেখে সিনেমাটির ট্রেইলার ও গান প্রকাশিত হয়েছে। এসব গান ও ট্রেইলারে স্নিগ্ধ মিমিকে যেমন পাওয়া গেছে, তেমনি বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্যেও দেখা গেছে তাকে।

সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন মিমি। এ সময় অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের অভিজ্ঞতা জানতে চাইলে মিমি বলেন, ‘প্রথমে আমি ভেবেছিলাম অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের সময় অসুবিধা হবে। কিন্তু শুটিংয়ের সময় কোনো সমস্যা হয়নি। বরং আমরা খুব কমফোর্ট ছিলাম।’

সিনেমাটির নির্মাণে বেশ মুন্সিয়ানা দেখিয়েছেন নির্মাতা বিরসা দাশগুপ্ত। অন্তত প্রকাশিত গান, ট্রেইলার সে কথাই বলছে। গত দেড় মাস আগে তুরস্কে শুটিং শেষ করে কলকাতায় ফিরেছেন এই সিনেমার শুটিং ইউনিট। এই সিনেমার মাধ্যমে ছোটপর্দার অভিনেতা যশ বড়পর্দায় পা রাখতে যাচ্ছেন।

তথ্যসূত্রঃ এই সময়

Googleplus Pint
Like - Dislike Votes 2 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)