JanaBD.ComLoginSign Up

নিউ ইয়র্কে দোকান চালাচ্ছে বিড়াল..!

সাধারন অন্যরকম খবর 27th Sep 2016 at 10:03am 363
নিউ ইয়র্কে দোকান চালাচ্ছে বিড়াল..!

আমেরিকার নিউ ইয়র্কের দোকানে আজ থেকে ৯ বছর আগে এক ছোট্ট একটি বিড়াল এনেছিলেন এক কর্মী। নাম রেখেছিলেন বোবো। তারপর থেকে সেই দোকানই ঠিকানা বিড়ালটির। তবে এমনিই অন্ন ধ্বংস করা নয়, রীতিমত দোকানের কাজে সাহায্যও করে সে।

দোকানের কর্মীদের তুলনায় বিড়ালটির সঙ্গে দোকানের সম্পর্ক সবচেয়ে বেশি দিনের। এই নয় বছরের মধ্যে একদিনের জন্যও দোকানে অনুপস্থিত থাকেনি সে। সবার ছুটি আছে, তার নেই। তাই বর্তমান দোকান পরিচালকও বলছেন, বিড়ালটিই নাকি দোকানের কেনাকাটার বিষয়ে সবচেয়ে অভিজ্ঞ।

দোকানের কোথায় কে ঘুরছে, কি কিনছে, কিম্বা হাত সাফাই করে কেউ কিছু সরিয়ে নিলো কিনা, সবই দেখছে সে। বিড়ালের নজর এড়িয়ে নাকি কেউ বেরিয়ে যেতে পারে না দোকান থেকে। দোকানে ঢোকার মুখেই মাথা উঁচু করে বসে। আর সারাদিন ধরে দোকান চালায় বিড়াল।

Googleplus Pint
Like - Dislike Votes 4 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)