JanaBD.ComLoginSign Up

Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "জানাবিডি ডট কম"

শাহরুখকে দেখার পর যেভাবে জীবনের মোড় ঘুরে গেল ভক্তের!

বিবিধ বিনোদন 30th Sep 2016 at 11:19pm 684
শাহরুখকে দেখার পর যেভাবে জীবনের মোড় ঘুরে গেল ভক্তের!

শাহরুখের কাছে যেন সবই সম্ভব৷ তার জাদুতে অনেক অসাধ্য সাধন হয়ে যায় চোখের নিমেষে৷ তিনি যে বলিউড বাদশাহ৷ এমনই এক ঘটনা ঘটে যায় সুদূর আমস্টারডামে৷

একটি ছবি ভাইরাল হওয়ার পর জানা যায় তার পেছনের গল্প৷ টিউমারের জন্য, খুব কম বয়সে, ওয়েদা-কে হুইলচেয়ারের আশ্রয় নিতে হয়৷ চিকিৎসকেরা জানান, ওয়েদার পক্ষে আর স্বাভাবিক হাঁটা চলা করা সম্ভব নয়৷

কিন্তু ওয়েদা মনে মনে ঠিক করে ফেলেন নিজের পা-এ, সে উঠে দাঁড়াবেই, যদি দেখা পায় কিং খান-এর৷ এমনই স্বপ্নের জাল মনে মনে বুনেছিল সে৷

তার এই স্বপ্ন একেবারেই ব্যর্থ হয়নি৷ ২০০৪ সালে সে দেখা পায় এই বলিউড সুপারস্টারের৷ ব্যস, তৎক্ষণাৎ সে শাহরুখকে জানায়, যদি তিনি সাহায্য করেন, তাহলে ওয়েদা নিজের পায়ে উঠে দাঁড়াতে পারে৷ বাদশাহ-ও সানন্দেই হাত বাড়িয়ে দেন ওয়েদার দিকে৷ তারপরে কেটে গিয়েছে বহু বছর৷ এই ছোট্ট দেখাই ওয়েদাকে অনুপ্রাণিত করে জীবনে এগিয়ে যেতে৷ সে যোগ দেয় এক পুনর্বাসন কেন্দ্রে৷

শাহরুখের একনিষ্ঠ ভক্ত ওয়েদার বাড়ির দেওয়াল জুড়ে রয়েছে শুধু বাদশাহরই ছবি৷ এর পরেও বহু বার দেখা হয়েছে শাহরুখের সঙ্গে৷

সম্প্রতি ওয়েদার এবং তার আট মাসের কন্যার মায়ার সঙ্গে শাহরুখের দেখা হয়, সেই আমস্টারডামেই, যেখানে ‘দ্য রিং’ ছবির শ্যুটিং করতে হাজির হয়েছিলেন কিং খান৷ তখনই নেয়া হয় এই ছবিটি৷ যা পরে ভাইরাল হয়ে ওঠে৷

Googleplus Pint
Noyon Khan
Manager
Like - Dislike Votes 2 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)