JanaBD.ComLoginSign Up

সাধারণ জ্ঞান : সংসদ ও সংবিধান

সাধারণ জ্ঞান 1st Oct 16 at 3:22pm 550
সাধারণ জ্ঞান : সংসদ ও সংবিধান

যেকোনো চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞান অপরিহার্য। তাই চাকরিপ্রার্থীদের প্রস্তুতির জন্য বিভিন্ন প্রশ্নোত্তর থেকে তুলে আনা হয়েছে ২০টি উপাদান। পড়ুন ‘সংসদ ও সংবিধান’ নিয়ে আজকের আয়োজন-

১. প্রশ্ন : সংবিধান সংশোধনের জন্য কতজন সংসদ সদস্যের ভোটের প্রয়োজন হয়?
উত্তর : দুই-তৃতীয়াংশ।

২. প্রশ্ন : একাধারে কতদিন সংসদে অনুপস্থিত থাকলে সংসদ সদস্য পদ বাতিল হয়?
উত্তর : ৯০ কার্যদিবস।

৩. প্রশ্ন : গণ-পরিষদের প্রথম স্পিকার কে?
উত্তর : শাহ আব্দুল হামিদ।

৪. প্রশ্ন : গণ-পরিষদের প্রথম ডেপুটি স্পিকার কে?
উত্তর : মোহাম্মদ উল্ল্যাহ।

৫. প্রশ্ন : এ দেশের সংসদীয় রাজনীতির ইতিহাস কবে থেকে চর্চা শুরু হয়?
উত্তর : ১৯৩৭ সালে।

৬. প্রশ্ন : কোন কোন বিদেশি প্রথম জাতীয় সংসদে ভাষণ দেন?
উত্তর : যুগোশ্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল জোসেফ টিটো।

৭. প্রশ্ন : যুগোশ্লাভিয়ার প্রেসিডেন্ট কবে জাতীয় সংসদে ভাষণ দেন?
উত্তর : ৩১ জানুয়ারি ১৯৭৪।

৮. প্রশ্ন : যুগোশ্লাভিয়ার প্রেসিডেন্টের পর কে জাতীয় সংসদে ভাষণ দেন?
উত্তর : ভারতের প্রেসিডেন্ট ভি.ভি. গিরি।

৯. প্রশ্ন : ভারতের প্রেসিডেন্ট কবে জাতীয় সংসদে ভাষণ দেন?
উত্তর : ১৮ জুন ১৯৭৪।

১০. প্রশ্ন : অষ্টম জাতীয় সংসদ নিবার্চনে নির্বাচিত সদস্য নিজেই নিজের শপথ বাক্য পাঠ করিয়েছেন-
উত্তর : অ্যাডভোকেট আবদুল হামিদ।

১১. প্রশ্ন : নির্বাচন কমিশন কার সমমর্যাদার অধিকারী?
উত্তর : সুপ্রীম কোর্ট।

১২. প্রশ্ন : বাংলাদেশের প্রথম নির্বাচন কমিশনার কে?
উত্তর : বিচারপতি এম ইদ্রিস।

১৩. প্রশ্ন : বাংলাদেশের বর্তমান নির্বাচন কমিশনার কে?
উত্তর : কাজী রকিবউদ্দীন আহমদ।

১৪. প্রশ্ন : নির্বাচন কমিশন কেমন প্রতিষ্ঠান?
উত্তর : স্বতন্ত্র ও নিরপেক্ষ প্রতিষ্ঠান।

১৫. প্রশ্ন : ‘তত্ত্বাবধায়ক সরকার বিল’ কবে সংসদে পাস হয়?
উত্তর : ২৭ মার্চ ১৯৯৬।

১৬. প্রশ্ন : বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে?
উত্তর : সৈয়দ নজরুল ইসলাম (অস্থায়ী)।

১৭. প্রশ্ন : অ্যাডভোকেট আবদুল হামিদ বাংলাদেশের কততম প্রেসিডেন্ট?
উত্তর : ২০তম।

১৮. প্রশ্ন : বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে?
উত্তর : তাজউদ্দীন আহমদ।

১৯. প্রশ্ন : শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশের কততম প্রধানমন্ত্রী?
উত্তর : ১৪ তম।

২০. প্রশ্ন : বাংলাদেশের রাষ্ট্রপতি হতে হলে বয়স কমপক্ষে কত হবে?
উত্তর : ৩৫ বছর।

Googleplus Pint
Mizu Ahmed
Manager
Like - Dislike Votes 13 - Rating 5.4 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি
সাধারন জ্ঞানের আসর - ১৪৮তম পর্ব সাধারন জ্ঞানের আসর - ১৪৮তম পর্ব
14 Jan 2018 at 2:09pm 715
সাধারণ জ্ঞানের আসর ১৪৭তম পর্ব সাধারণ জ্ঞানের আসর ১৪৭তম পর্ব
22nd Dec 17 at 10:27am 848
সাধারণ জ্ঞানের আসর ১৪৬তম পর্ব সাধারণ জ্ঞানের আসর ১৪৬তম পর্ব
12th Dec 17 at 6:13pm 906
সাধারণ জ্ঞানের আসর ১৪৫তম পর্ব সাধারণ জ্ঞানের আসর ১৪৫তম পর্ব
10th Dec 17 at 6:04pm 847
সাধারণ জ্ঞানের আসর ১৪৪তম পর্ব সাধারণ জ্ঞানের আসর ১৪৪তম পর্ব
7th Dec 17 at 10:17pm 744
সাধারণ জ্ঞানের আসর ১৪৩তম পর্ব সাধারণ জ্ঞানের আসর ১৪৩তম পর্ব
6th Dec 17 at 6:45am 582
সাধারন জ্ঞানের আসর - ১৪২তম পর্ব সাধারন জ্ঞানের আসর - ১৪২তম পর্ব
16th Nov 17 at 8:14am 969
সাধারন জ্ঞানের আসর - ১৪০তম পর্ব সাধারন জ্ঞানের আসর - ১৪০তম পর্ব
29th Oct 17 at 10:24am 1,497

পাঠকের মন্তব্য (0)

Recent Posts আরও দেখুন
আজকের রাশিফল : ২১ জানুয়ারি, ২০১৮আজকের রাশিফল : ২১ জানুয়ারি, ২০১৮
আজকের এই দিনে : ২১ জানুয়ারি, ২০১৮আজকের এই দিনে : ২১ জানুয়ারি, ২০১৮
ফ্রেঞ্চ ফ্রাই তৈরির সবচেয়ে সহজ রেসিপিফ্রেঞ্চ ফ্রাই তৈরির সবচেয়ে সহজ রেসিপি
বাংলালিংক গ্রাহকরা এখন পাচ্ছেন মাত্র ৫টাকায় 1GB!বাংলালিংক গ্রাহকরা এখন পাচ্ছেন মাত্র ৫টাকায় 1GB!
সকাল সকাল চুনকামসকাল সকাল চুনকাম
মাতাল আর সাপের মধ্যে মিলমাতাল আর সাপের মধ্যে মিল
মিটে গেছে শুভশ্রী-মিমির দ্বন্দ্ব!মিটে গেছে শুভশ্রী-মিমির দ্বন্দ্ব!
তেলেই দূর হবে চুলের সব সমস্যাতেলেই দূর হবে চুলের সব সমস্যা