JanaBD.ComLoginSign Up

ব্রাজিলের সম্ভাব্য একাদশ

ফুটবল দুনিয়া 7th Oct 2016 at 12:41am 422
ব্রাজিলের সম্ভাব্য একাদশ

ব্রাজিলের কোচ তিতে আগেই জানিয়ে দিয়েছেন, বলিভিয়ার বিপক্ষে ব্রাজিলের স্কোয়াডে পরিবর্তন আসছে। দলের নিয়মিত সদস্য উইলিয়ান থাকছেন না মূল একাদশে। তার পরিবর্তে খেলবেন লিভাপুলের তারকা ফরোয়ার্ড ফিলিপে কুটিনহো।

আগামীকাল (শুক্রবার) বাংলাদেশ সময় সকাল ৬টা ৪৫ মিনিটে বলিভিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি সিক্স। ওই ম্যাচের সম্ভাব্য একাদশ দিয়েছে ব্রাজিলিয়ান অনলাইন মিডিয়া ‘সাম্বাফুটবল’। সেখানেও রাখা হয়নি উইলিয়ানকে।

সেলেকাওদের আক্রমণভাগে নেইমার ও গ্যাব্রেইল জেসুসের সঙ্গে রয়েছেন কুটিনহো। রক্ষণভাগে আছেন বার্সেলোনা থেকে জুভেন্টাসে পাড়ি জমানো দানি আলভেস। তাকে সঙ্গ দেবেন মিরান্ডা, মারকুইনহোস ও ফিলিপে লুইস।

• ব্রাজিলের সম্ভাব্য একাদশ
আলিসন (রোমা), দানি আলভেজ (জুভেন্টাস), মিরান্ডা (ইন্টান মিলান), মারকুইনহোস (পিএসজি), ফিলিপে লুইস (অ্যাটলেটিকো), ফার্নান্দিনহো (ম্যানসিটি), রেনেতো অগুস্তো (বেইজিং গুয়াং), গুলিনহো (জেনিথ), ফিলিপে কুটিনহো (লিভারপুল), নেইমার (বার্সেলোনা) ও গ্যাব্রেইল জেসুস (পালমেইরাস)।

তথ্যসূত্রঃ জাগোনিউজ২৪

Googleplus Pint
Like - Dislike Votes 6 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)