JanaBD.ComLoginSign Up

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..
Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "জানাবিডি ডট কম"

প্রেমিকের সঙ্গে নাইট ক্লাবে সোনাক্ষী!

বিবিধ বিনোদন 7th Oct 2016 at 4:51pm 482
প্রেমিকের সঙ্গে নাইট ক্লাবে সোনাক্ষী!

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা এবং বান্টি সাজদেবের প্রেমের গুঞ্জন নতুন নয়। একসঙ্গে খুব একটা দেখাও যায় না তাদের।

তবে গতকাল বৃহস্পতিবার রাতে মু্ম্বাইয়ের ‘ট্রিওলজি’ নাইট ক্লাব এক অনুষ্ঠানের আয়োজন করে। সেখানেই বান্টিকে নিয়ে হাজির হয়েছিলেন সোনাক্ষী। এ অভিনেত্রী ছাড়াও সেখানে আমন্ত্রণ জানানো হয় বলিউডের বেশ কয়েকজন অভিনয়শিল্পীকে।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, সোনাক্ষী তার জুহুর বাড়ি থেকে রাত ১০টা নাগাদ বের হয়। এরপর তিনি সোজা বান্টির বাড়িতে যান। তারপর দুজন মিলে সোনাক্ষীর গাড়িতে করে নাইট ক্লাবের অনুষ্ঠানে যোগ দেন।

বান্টি সম্পর্কে অভিনেতা সোহেল খানের শ্যালক। সোনাক্ষী এবং বান্টির প্রেমের গুঞ্জন শুরু হয় ২০১২ সালে। ওই সময় এ অভিনেত্রীর বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে চুক্তির বিষয়টি দেখত বান্টি। এর আগে সাবেক বিশ্ব সুন্দরী সুস্মিতা সেনের সঙ্গেও বান্টির প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। তিনি ক্রিকেটার বিরাট কোহলি, শেখর ধাওয়ান এবং রোহিত শর্মার ম্যানেজার হিসেবে কাজ করেন।

তথ্যসূত্রঃ অনলাইন


জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..

Googleplus Pint
Like - Dislike Votes 2 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)