JanaBD.ComLoginSign Up

Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "জানাবিডি ডট কম"

রেকর্ড গড়লেন অক্ষয়!

সিনেমা জগৎ 11th Oct 2016 at 10:43am 578
রেকর্ড গড়লেন অক্ষয়!

‘ফিটনেস’ নিয়ে নতুন নতুন অনেক রেকর্ড গড়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। এবার এক মাসে একটি সিনেমার শুটিং শেষ করে নতুন রেকর্ড গড়লেন তিনি! প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

প্রতিবেদনে জানানো হয়েছে, ‘জলি এলএলবি’ সিনেমার পরবর্তী কিস্তি ‘জলি এলএলবি-টু’ নির্মাণ করছেন পরিচালক সুভাষ কাপুর। এতে অভিনয় করছেন অক্ষয় কুমার। মাত্র ৩০ দিনে এ সিনেমার পুরো শুটিং সম্পন্ন হয়েছে। বলিউডে এত কম সময়ে পূর্ণদৈর্ঘ্য সিনেমার শুটিং শেষ করার রেকর্ড নেই বলে জানা গেছে।

এ প্রসঙ্গে অক্ষয় কুমার বলেন, ‘আমি পরিচালককে উপহার দিয়েছি সময়নিষ্ঠা, আর পরিচালক উপহার দিয়েছেন সুসজ্জিত চিত্রনাট্য। ৩০ দিনের শুটিংয়ে কোনো তাড়াহুড়া করেননি ‘জলি এলএলবি-টু’ সিনেমার টিম। সপ্তাহের প্রতি রোববার তারা ছুটি নিয়েছেন। তবে সোমবার সবাই কাজে ফিরে কোনো ফাঁকি দেননি। একটানা শুটিং করেছেন।’

‘জলি এলএলবি-টু’ সিনেমায় অভিনেতা আরশাদ ওয়ার্সির পরিবর্তে অভিনয় করলেন অক্ষয় কুমার। কিছুদিন আগে আরশাদ জানিয়েছেন, এ সিনেমার সিক্যুয়েলে তারই থাকার কথা ছিল। কিন্তু ফক্স স্টার স্টুডিও কোনো একজন বড় স্টারকে চেয়েছিল। যার কারণে তিনি বাদ পড়েছেন।

অক্ষয় ছাড়াও ‘জলি এলএলবি-টু’ সিনেমায় আরো অভিনয় করছেন হুমা কোরেশি, আনু কাপুর, মানাভ কাউল প্রমুখ। ২০১৭ সালের ১০ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

তথ্যসূত্রঃ অনলাইন

Googleplus Pint
Like - Dislike Votes 2 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)