JanaBD.ComLoginSign Up

ghhhggffd

অমিতাভ বচ্চন সম্পর্কে অজানা দশটি তথ্য

বিবিধ বিনোদন 11th Oct 2016 at 3:33pm 385
অমিতাভ বচ্চন সম্পর্কে অজানা দশটি তথ্য

উত্তর প্রদেশের এলাহাবাদের এক হিন্দু-শিখ পরিবারে অমিতাভ বচ্চনের জন্ম। তার পিতা হরিবংশ রাই বচ্চন একজন নামকরা হিন্দি কবি ছিলেন। তার মা তেজি বচ্চন ফৈয়সালাবাদের(এখন পাকিস্থানে) এক শিখ-পাঞ্জাবী।

ভারতের স্বাধীনতা সংগ্রামের অবিস্মরণীয় শব্দ 'ইনকিলাব জিন্দাবাদের' অণুপ্রেরণায় বচ্চনের প্রথম নামকরণ হয়েছিল ইনকিলাব। পরে তার নাম বদলে রাখা হয় অমিতাভ, অর্থাৎ "যে আলো নির্বাপিত হয় না।"

চলুন জেনে নেয়া যাক বিগ-বির জীবনের অজানা ১০ টি তথ্য।

১। অমিতাভ একজন সব্যসাচী, তিনি দুহাতেই ভালো লিখতে পারেন।

২।তিনিই প্রথম এশিয়ান অভিনেতা যার মোমের মূর্তি লন্ডনের মাদাম তুসো মিউজিয়ামে রাখা হয়েছিল।

৩। অমিতাভ আমিষ ছুঁয়েও দেখেন না। তিনি যে পুরোপুরি একজন নিরামিষভোজী!

৪। গাড়ি খুবই পছন্দের একটি জিনিস অমিতাভের কাছে। নিজের ১১টি গাড়ি আছে, এর মধ্যে ‘লেক্সাস’ ব্র্যান্ডের গাড়ি তার সবচেয়ে প্রিয়। মজার ব্যাপার হচ্ছে অমিতাভের গাড়ির সবচেয়ে কম দামী টায়ারের দাম আড়াই লাখ রুপি!

৫। অনেকেই জানেন না মাস্টার অফ আর্টসের ডাবল ডিগ্রিধারী তিনি!

৬। অমিতাভ ২০০১ পেয়েছিলেন ‘এ্যাকটর অব দ্য সেঞ্চুরী’ এ্যাওয়ার্ড।

৭। বলিউডের অন্য যে কোন তারকার চেয়ে অমিতাভ অধিকবার দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। ‘মহান’ছবিতে একসঙ্গে তিনটি চরিত্রে দেখা গেছে তাকে।

৮। মাত্র পাঁচ ঘন্টায় ২৩টি দৃশ্যের ডাবিং করেছেন অমিতাভ। যা বলিউডের মধ্যে রেকর্ড ।

৯। পর্দায় তার প্রিয় নাম হল ‘বিজয়’। বিশটিরও বেশি ছবিতে এই নামে দেখা গেছে তাকে। আরেকটি প্রচলিত নাম হল অমিত ।

১০।শতকোটি রুপির মালিক অমিতাভের প্রথম বেতন ছিল মাত্র ৩০০ রুপি।

তথ্যসূত্রঃ বিডিনিউজ২৪

Googleplus Pint
Mizu Ahmed
Manager
Like - Dislike Votes 2 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)