JanaBD.ComLoginSign Up

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..
Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "জানাবিডি ডট কম"

এই ১০টি লক্ষণ দেখে বুঝবেন আগামী কয়েকদিনে আপনার প্রচুর অর্থলাভ হবে

লাইফ স্টাইল 12th Oct 2016 at 10:25am 226
এই ১০টি লক্ষণ দেখে বুঝবেন আগামী কয়েকদিনে আপনার প্রচুর অর্থলাভ হবে

জীবনে টাকার প্রয়োজন কমবেশি সকলেরই থাকে। এবং কঠোর পরিশ্রম ও সুপরিকল্পিত বিনিয়োগই যে অর্থ রোজগারের মোটামুটি সুনিশ্চিত উপায় সেই নিয়েও সংশয় নেই কোনও।

তবে প্রাচীন শাস্ত্র ও লোকবিশ্বাস অনুসারে যিনি আগামী কয়েক দিনের মধ্যে প্রচুর টাকাপয়সা পেতে চলেছেন তিনি অর্থাগমের কিছু আগাম আভাস পেয়ে থাকেন। কী ধরনের লক্ষণ সেগুলি? আসুন, জেনে নেওয়া যাক—

১. নারকোল: বলা হয়, কেউ যদি ঘুম থেকে উঠেই ফাটানো নারকোল দেখতে পান তাহলে তাঁর অর্থলাভ ঘটবে।

২. সোনালি রং-এর সাপ: স্বপ্নে যদি সোনালি সাপ দেখতে পান, তাহলে নিশ্চিত থাকতে পারেন যে আগামী কয়েকদিনের মধ্যে আপনার অর্থলাভ হবে।

৩. বাঁদর: কোথাও বেড়াতে গিয়ে যদি আপনার ডান পাশে কোনও বাঁদর দেখতে পান, তাহলে তা হতে পারে আপনার বড়লোক হওয়ার পূর্বাভাস।

৪. সবুজ ঘাসে ঢাকা মাঠ: স্বপ্নে যদি সবুজ ঘাসে ঢাকা মাঠ দেখতে পান, তবে তা আপনার টাকাপয়সা লাভের আগাম লক্ষণ।

৫. দুগ্ধজাত দ্রব্য: ঘুম থেকে উঠেই দুধ বা দুগ্ধজাত দ্রব্য (যেমন ঘি, মাখন, দই ইত্যাদি) দেখতে পাওয়া আপনার অর্থজীবনের পক্ষে ভাল।

৬. শঙ্খধ্বনি: শাঁখ বা অন্য কোনও মিষ্টি আওয়াজে ঘুম ভাঙা আপনার আর্থিক জীবনের পক্ষে মঙ্গলজনক।

৭. আখ: কাজে যাওয়ার পথে যদি আখ দেখতে পান, তাহলে তা মঙ্গলচিহ্ন বলে মনে করতে পারেন।

৮. ধূমকেতু: মনে করা হয়, তারাখসা বা ধূমকেতু দর্শনের সময়ে যদি কেউ অর্থকামনা করেন, তাহলে পরবর্তী ৩০ দিনের মধ্যে সেই ইচ্ছে পূরণ হবে।

৯. কুকুরছানা: যদি কোনও কুকুরছানা নিজে থেকেই এসে আপনার বাড়িতে আশ্রয় নেয়, তাহলে আপনার অর্থলাভের সম্ভাবনা রয়েছে।

১০. উল্টো পোশাক পরা: পোশাকের যেদিকটা ভিতরের দিকে থাকার কথা, ভুলবশত যদি সেই দিকটি বাইরে রেখে উল্টো পোশাক পরে ফেলেন, তাহলে আপনার হাতে অল্প কয়েকদিনের মধ্যেই বেশ কিছু টাকাপয়সা আসতে পারে বলে মনে করা হয়। -এবেলা।


জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..

Googleplus Pint
Mizu Ahmed
Manager
Like - Dislike Votes 2 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)