.
JanaBD.ComLoginSign Up
JanaBD.Com অর্থাৎ এ সাইটে টপিক এবং এসএমএস পোস্ট করার নিয়মাবলী (Updated)

সাধারণ জ্ঞান : উদ্ভিদ জগৎ- ২য় পর্ব

সাধারণ জ্ঞান 12th Oct 16 at 5:06pm 579
সাধারণ জ্ঞান : উদ্ভিদ জগৎ- ২য় পর্ব

পৃথিবীর যাবতীয় সৃষ্টির মধ্যে উদ্ভিদ জগৎ অন্যতম। মানুষের কল্যাণে সৃষ্টিকর্তা উদ্ভিদ জগৎ সৃষ্টি করেছেন। উদ্ভিদ জগতের অজানা অনেক তথ্য নিয়ে আজকের আয়োজনের ২য় পর্ব-

১. প্রশ্ন : মিউকর কী?
উত্তর : একটি ছত্রাক।

২. প্রশ্ন : উদ্ভিদ বিজ্ঞানের সংজ্ঞায় গোল আলুকে কী বলে?
উত্তর : কাণ্ড।

৩. প্রশ্ন : ধানের বাদামি রোগ হয়-
উত্তর : ছত্রাক দ্বারা।

৪. প্রশ্ন : প্লাস্টিডবিহীন উদ্ভিদ কোনটি?
উত্তর : Agaricus.

৫. প্রশ্ন : নিরপেক্ষ দিনের উদ্ভিদ?
উত্তর : শশা, সূর্যমুখী, আউশ ধান।

৬. প্রশ্ন : কোন উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে?
উত্তর : ফণিমনসা।

৭. প্রশ্ন : সাধারণত ফলের অংশ কয়টি?
উত্তর : ৩টি।

৮. প্রশ্ন : ইরাটম কী?
উত্তর : উন্নত জাতের ধান।

৯. প্রশ্ন : অন্ধকারে অঙ্কুরিত হয় কোন ফুল?
উত্তর : গাঁদা।

১০. প্রশ্ন : শৈবাল কোন জাতীয় উদ্ভিদ?
উত্তর : স্বভোজী।

১১. প্রশ্ন : কোনটি একবীজপত্রী উদ্ভিদ?
উত্তর : আখ।

১২. প্রশ্ন : কোনটি অটোফাইট নয়?
উত্তর : ব্যাঙের ছাতা বা ছত্রাক।

১৩. প্রশ্ন : নিরপেক্ষ দিনের ফসল
উত্তর : আউশ ধান।

১৪. প্রশ্ন : একটি আদর্শ ফলে পাওয়া যায়-
উত্তর : বহিঃত্বক, মধ্যত্বক এবং অন্তঃত্বক।

১৫. প্রশ্ন : ফার্ন উদ্ভিদের জন্য কোনটি প্রযোজ্য?
উত্তর : মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত অপুষ্পক উদ্ভিদ।

১৬. প্রশ্ন : মহাকাশ গবেষণা খাদ্য ও অক্সিজেন উৎপাদনের উৎস হিসেবে ব্যবহৃত হয়-
উত্তর : ক্লোরোলা উদ্ভিদ।

১৭. প্রশ্ন : কোনটি তৈলবীজ নয়?
উত্তর : অড়হর।

১৮. প্রশ্ন : ধানগাছ কোন জাতীয় উদ্ভিদ?
উত্তর : ঘাস।

১৯. প্রশ্ন : পৃথিবীর সবচেয়ে সুস্বাদু ফল-
উত্তর : আম।

২০. প্রশ্ন : নিচের কোনটি একবীজপত্রী?
উত্তর : খেজুর।

JanaBD.Com অর্থাৎ এ সাইটে টপিক এবং এসএমএস পোস্ট করার নিয়মাবলী (Updated)

Googleplus Pint
Like - Dislike Votes 12 - Rating 5 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি
সাধারণ জ্ঞানের আসর ১৪৬তম পর্ব সাধারণ জ্ঞানের আসর ১৪৬তম পর্ব
Tue at 6:13pm 438
সাধারণ জ্ঞানের আসর ১৪৫তম পর্ব সাধারণ জ্ঞানের আসর ১৪৫তম পর্ব
Dec 10 at 6:04pm 545
সাধারণ জ্ঞানের আসর ১৪৪তম পর্ব সাধারণ জ্ঞানের আসর ১৪৪তম পর্ব
Dec 07 at 10:17pm 516
সাধারণ জ্ঞানের আসর ১৪৩তম পর্ব সাধারণ জ্ঞানের আসর ১৪৩তম পর্ব
Dec 06 at 6:45am 464
সাধারন জ্ঞানের আসর - ১৪২তম পর্ব সাধারন জ্ঞানের আসর - ১৪২তম পর্ব
Nov 16 at 8:14am 829
সাধারন জ্ঞানের আসর - ১৪০তম পর্ব সাধারন জ্ঞানের আসর - ১৪০তম পর্ব
Oct 29 at 10:24am 1,375
সাধারন জ্ঞানের আসর - ১৩৯তম পর্ব সাধারন জ্ঞানের আসর - ১৩৯তম পর্ব
Oct 26 at 4:08pm 954
সাধারন জ্ঞানের আসর - ১৩৮তম পর্ব সাধারন জ্ঞানের আসর - ১৩৮তম পর্ব
Sep 28 at 2:02pm 1,268

পাঠকের মন্তব্য (0)

Recent Posts আরও দেখুন

অপদার্থ বললেন কেনঅপদার্থ বললেন কেন
৩ নাম্বারে ব্যর্থ সাকিব-সাবির-ইমরুল, যাকে খেলাতে পরামর্শ দিলেন সাঙ্গাকারা৩ নাম্বারে ব্যর্থ সাকিব-সাবির-ইমরুল, যাকে খেলাতে পরামর্শ দিলেন সাঙ্গাকারা
রণবীর-দীপিকার বিয়ের গুঞ্জনরণবীর-দীপিকার বিয়ের গুঞ্জন
দুই সেলফি ক্যামেরার ফোন আনলো আইটেলদুই সেলফি ক্যামেরার ফোন আনলো আইটেল
ইংল্যান্ডের অনাকাঙ্ক্ষিত রেকর্ডইংল্যান্ডের অনাকাঙ্ক্ষিত রেকর্ড
ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারযুক্ত নতুন ফোন আনল ওয়ালটনফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারযুক্ত নতুন ফোন আনল ওয়ালটন
আপনার  রবি  সিম বন্ধ থাকলে চালু করে দেখে নিন কে কে কল করেছিলোআপনার রবি সিম বন্ধ থাকলে চালু করে দেখে নিন কে কে কল করেছিলো
৪ পদে জনবল নেবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়৪ পদে জনবল নেবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়