JanaBD.ComLoginSign Up
জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..
Internet.Org দিয়ে ব্রাউজ করুন আমাদের সাইট ফ্রী , "জানাবিডি ডট কম"

‘নতুন চ্যালেঞ্জ শুরু বাংলাদেশের’

ক্রিকেট দুনিয়া 13th Oct 2016 at 10:31am 657
‘নতুন চ্যালেঞ্জ শুরু বাংলাদেশের’

ঘরের মাঠে টানা ছয়টি ওয়ানডে সিরিজ জয়ের পর সপ্তম সিরিজ হেরেছে বাংলাদেশ। বাংলাদেশের দীর্ঘদিনের পারফরম্যান্স অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা মূল্যায়ন করেছেন এভাবে, ‘ঘরের মাঠে আমরা প্রায় ৯০ ভাগ সফল। আজকের ম্যাচ জিতলে শতভাগ হতো। এখানে ৯০ ভাগ ম্যাচ ও সিরিজ জিতেছি আমরা।’

বাংলাদেশ শেষ দ্বিপাক্ষিক সিরিজ বিদেশের মাটিতে খেলেছে ২০১৪ সালে জিম্বাবুয়েতে। এছাড়া শেষ বিদেশের মাটিতে খেলেছে ২০১৫ বিশ্বকাপে ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচ। এরপর ঘরের মাঠেই সব ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। আগামী ২৬ ডিসেম্বর বাংলাদেশের পরবর্তী ওয়ানডে ম্যাচ নিউজিল্যান্ডে। এরপর ২০১৭ সালের জুন পর্যন্ত টানা বিদেশের মাটিতেই খেলবে টিম বাংলাদেশ।

ঘরের মাঠে হোম কন্ডিশনে বাংলাদেশ প্রতিপক্ষকে তুলোধনে করেছে। বদলে গেছে ক্রিকেটের মান, ক্রিকেটারদের আত্মবিশ্বাস। বদলে যাওয়া বাংলাদেশের সামনে এখন বিদেশের মাটিতে ভালো করার চ্যালেঞ্জ। মাশরাফিও বললেন একই কথা, ‘আমাদের আসল চ্যালেঞ্জ ওখান (নিউ জিল্যান্ড) থেকেই শুরু হবে। আমাদের সামনে এখন ভিন্ন চ্যালেঞ্জ আসছে। বেশিরভাগ খেলাই এখন বাইরে। আমাদের এর জন্য তৈরি হতে হবে।’

দ্বিতীয়বার অধিনায়কের দায়িত্ব নেওয়ার পর ক্রিকেটের তিন পরাশক্তিকে (পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকা) মাটিতে নামিয়ে এনেছেন মাশরাফি। তার হাত ধরেই আগামী বছর বাংলাদেশ খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফি। সব কিছু মিলিয়ে মাশরাফির জন্য অপেক্ষা করছে নতুন চ্যালেঞ্জ। তবে আপাতত এগুলো নিয়ে ভাবছেন বাংলাদেশের ‘সফলতম’ অধিনায়ক। তিনি বলেছেন, ‘অধিনায়কত্ব নেওয়ার পর প্রতিটি সিরিজের আগে সব সময় নিজেদের প্রস্তুতি, সামর্থ্য নিয়েই চিন্তা করি। সামনে কি আছে, কত সিরিজ আছে এগুলো নিয়ে চিন্তা করলে আমি ক্লান্ত হয়ে যাব! সামনে যে সিরিজ আসছে নিউজিল্যান্ড সিরিজ, ওটাতেই মনোযোগী হব।’

তথ্যসূত্রঃ কালের কন্ঠ

জানা হবে অনেক কিছু, চালু হয়েছে জানাবিডি (JanaBD) এন্ডয়েড এপস । বিস্তারিত জানুন..

Googleplus Pint
Like - Dislike Votes 3 - Rating 3.3 of 10
Relatedআরও দেখুনঅন্যান্য ক্যাটাগরি

পাঠকের মন্তব্য (0)